#Post Title #Post Title #Post Title

SSC Result 2014

[ Read More ]

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান (English )

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান (English )

 

1. The antonym for ‘delicious’ is:
A. appetizing
B. scrumptious
C. displeasing
D. dainty
E. toothsome
Answer: C. displeasing
2. A dolphin ------- a porpoise in that it has longer nose.
A. different
B. differs
C. different from
D. differs from
E. differs than
Answer: D. differs from
3. The people of Quebec have been considering -------- themselves from the rest of Canada.
A. to separate
B. separating
C. separated
D. separate
E. to be separated
Answer: A. to separate
4. ‘A piece of cake’ means
A. A task that can be accomplished very easily
B. A very mild punishment
C. A result that is still unclear and can go either way
D. A hidden or secret strength
E. A kind, innocent and mild mannered person
Answer: A. A task that can be accomplished very easily
5. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct:
He made me sit down, and he was tying the string of the new rubber apron tightly around my neck, and
A B C D
combed up my hair.
E
Answer: B
6. Taking the time to eat a good breakfast is a simple way to make the morning ________________ and the day ______________.
A. best, easiest
B. ease, easy
C. easy, easier
D. better, easer
E. well, at ease
Answer: C. easy, easier
7. He was happy to be ------- friends.
A. between
B. middle of
C. along
D. into
E. among
Answer: E. among
thanks to mystydynews

 

 

[ Read More ]

এক্সপির সেই জনপ্রিয় ছবির নেপথ্যে


এক্সপির সেই জনপ্রিয় ছবির নেপথ্যে


উইন্ডোজ এক্সপির জনপ্রিয় ওয়ালপেপারটির গল্প হয়তো অনেকেরই জানা আছে। কিন্তু মাইক্রোসফট আবারও একটি ভিডিওচিত্রের মাধ্যমে সবুজ পাহাড় আর হালকা মেঘাচ্ছন্ন উইন্ডোজ এক্সপির ব্যাকগ্রাউন্ড ছবিটির কথা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে।
বিশ্বের এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারী তাদের কম্পিউটার চালু করা মাত্রই ‘আইকনিক’ সেই ছবিটি দেখতে পান। অনেকেই মনে করেন, মাইক্রোসফটের ব্যবহার-বান্ধব সর্বশেষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক্সপি।
গত ৮ এপ্রিল এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য কারিগরি সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। তবে মাইক্রোসফট এক্সপি থেকে তাদের সহযোগিতা সরিয়ে নিলেও বিশ্বের অনেক কম্পিউটারেই এক যুগ আগের সেই এক্সপি রয়ে গেছে। বিশ্বের প্রায় ৩০ শতাংশ কম্পিউটারে এখনও এক্সপি ব্যবহূত হচ্ছে।
গত সপ্তাহে মাইক্রোসফট কর্তৃপক্ষ ইউটিউবে নয় মিনিটের একটি ভিডিও উন্মুক্ত করেছে, যে ভিডিওতে বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা ছবির গল্প উঠে এসেছে।
১৯৯৬ সালে এই বিখ্যাত ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী চার্লস ও’রিয়ার। তবে ছবিটি ২০০১ সালে এক্সপি অপারেটিং সিস্টেম উন্মুক্ত হওয়ার পর বিখ্যাত হয়ে ওঠে। ও’রিয়ারের কাছ থেকে এ ছবি কিনেছিল মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রকাশিত ভিডিওচিত্রে চার্লস ও’রিয়ার এই আইকনিক ছবি তোলার ঘটনা বর্ণনা করেছেন।
ভিডিওতে ও’রিয়ার বর্ণনা করেছেন, কীভাবে একটি ভালো ছবি পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। আদতে সাদামাটা সেই ছবিটিই যে আইকনিক হয়ে উঠবে তা বুঝতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের নাপা ভ্যালির এক রৌদ্রোজ্জ্বল নৈসর্গিক দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন তিনি। সম্ভবত উইন্ডোজ এক্সপির কল্যাণে তার সেই ছবিটিই পিসি স্ক্রিনে সবচেয়ে বেশি দেখা ছবি হয়ে ওঠে।
ছবি তোলার দৃশ্য বর্ণনায় ও’রিয়ার বলেন, যখন ছবিটি তোলা হয় তখন তাঁর জীবনে প্রেম এসেছিল। নিজেই গাড়ি হাঁকিয়ে দেখা করতে যেতেন নতুন বান্ধবীর সঙ্গে। সঙ্গে থাকত ক্যামেরাও। চারপাশে ঝলমলে রোদ আর নিসর্গের দিকে তাকিয়ে প্রতিদিনই খোঁজ করতেন ভালো ছবি তোলার পরিবেশের। রাস্তায় গাড়ি ছোটার সময় তার চোখ থাকত রাস্তার দু পাশে। ছবি তোলার দিনটি ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। চারপাশে আঙুর বাগান। রাস্তা ছেড়ে সামান্য উঁচু টিলা। সেখানে বেড়ে উঠছে সারি সারি আঙুরের চারা। জানুয়ারি মাস, সবুজ ঘাসে ছেয়ে গেছে নাপা ভ্যালি। আলো এসে পড়েছে তার উপর। গাড়ি থামালেন ও’রিয়ার। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলেন। তারপর ক্যামেরা ধরে তুলে ফেললেন চারটি ছবি। সে ছবিগুলো থেকে পরে একটিই বেছে নেন মাইক্রোসফটের কর্তাব্যক্তিরা।
ও’রিয়ার বলেন, অনেক আলোকচিত্রীই প্রকৃতির ছবি তোলেন এবং অনেকেই ক্যালিফোর্নিয়ার ওই এলাকাটির ছবি তুলেছেন। কিন্তু ভাগ্য ভালো তাঁর। কারণ অসাধারণ ছবি হতে হলে যে আলো প্রয়োজন, তিনি তা পেয়েছিলেন সে মুহূর্তে। তিনি যখন ক্যামেরা তুলে ধরলেন তখনও আকাশে মেঘ ছিল না। কিন্তু ছবি তোলার মুহূর্তেই আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘ এসে গেল। এ ছাড়াও ছবির জন্য গুরুত্বপূর্ণ আলোও ছিল সেসময়। তিনি সম্ভবত ভাগ্যবানদের একজন যিনি সে মুহূর্তে আলোটা ধরতে পেরেছিলেন।
চার্লস ও’রিয়ার একসময় ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। তিনি যে সময় ছবিটা তুলেছিলেন সে সময় তিনি ন্যাশনাল জিওগ্রাফিকের চাকরি ছেড়ে ফ্রিল্যান্সর হিসেবে ছবি তুলতেন। নীলাকাশ আর সবুজ ঘাসের দৃশ্যটি তাঁর চোখ ঠিকই খুঁজে নিয়েছিল আর কথা বলে উঠেছিল তার ক্যামেরা। কিন্তু ছবিটি নিজস্ব ভালোলাগা থেকেই তোলা।
সারা বিশ্বে কোটি কোটিবার দেখা হয়েছে ও’রিয়ারের তোলা ছবিটি। কিন্তু যারা অনেকেই ভেবে পান না এটি আসল ছবি কিনা, ভিডিওতে ও’রিয়ার তাদের জন্য জানিয়েছেন, একবার এক প্রতিযোগিতায় এক্সপির ছবিটি কার তোলা প্রশ্ন করা হলে অনেকেই উত্তর দিয়েছিলেন যে ছবিটি ফটোশপ করে সম্পাদনা করা। পরে তিনি সবার ভুল ভাঙিয়ে বলেন, খুব সাধারণ একটি ছবি। অসাধারণ হওয়া ওঠায় ছবিটির পার্থক্য ধরতে অনেকেই চমকে ওঠেন।
ও’রিয়ার তার ছবি তোলার এ ঘটনা বিষয়ে বলেছেন, ‘জানুয়ারি মাস তখন, হঠাত্ খেয়াল করলাম ঘাসগুলো সবুজ আর তর সইল না। গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়লাম আর ঝটপট কয়েকটি ছবি তুলেই দিলাম ছুট। ছবিগুলো আমি ঝটপট তুলেছিলাম খেয়ালবশত; কিন্তু গার্লফ্রেন্ডের কাছে দ্রুত পৌঁছাবার তাড়ায় কি ছবি তুলেছিলাম সেদিকে আর খেয়াল ছিল না। আমার প্রেমিকার নাম ডাফনি লারকিন। এ ছবি তোলার কিছুদিন পরেই ডাফনিকে জীবনসঙ্গী করি আমি।’
ছবি তোলার পর মাইক্রোসফটের কাছে ছবিগুলো পাঠিয়েছিলেন। কিন্তু তা নিয়ে প্রায় ভুলেই গিয়েছিলেন। ও’রিয়ার বলেন, একদিন তার এজেন্ট ফোন করে তাকে জানাল যে, মাইক্রোসফট তার আসল ছবিটি চেয়ে বসেছে। তারপরই তিনি বুঝতে পারলেন অনেকটা যেন লটারি জিতে গেছেন তিনি।
ও’রিয়ার জানিয়েছেন, ‘আমি যখন ছবিটি তুলেছিলাম তখন এ ছবিটিই যে আমার ভবিষ্যত্ পাল্টে দিতে পারে এমন কোনো ধারণাই ছিল না। এটিই সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিচিত ছবি। এটা যদি বাংলাদেশের কোনো এক গ্রামে নিয়ে গিয়ে দেখানো হয় তবে সেও যেমন চিনতে পারবে তেমনি চীনের ব্যস্ত রাস্তায় যদি কাউকে ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় তবে সেও ছবিটির বিষয়ে বলতে পারবে। এখনকার তরুণরাও একদিন এক্সপির গল্প করবে আর বলবে বিশ্বের সবচেয়ে বেশি দেখা ছবিটির কথা। কারণ, তাদের এই ছবিটি দেখলেই মনে হবে কোথায় যেন দেখেছি, খুব পরিচিত এক ছবি।’
[ Read More ]

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান


উত্তর ভুল মনে হলে  নিচে মন্তব্য করুন


General English

(Answer each question by choosing the best option)

Answer questions 1-5 based on the following passage.

Academically, Asian students are outperforming their American counterparts on all levels. However, as adults, we are finding ourselves falling short in the area of creativity and the ability to influence others, and the successful people are those who can know to influence others. This is an area that is emphasized in a Western upbringing. In the West, children are taught to question authority by asking why, something which is not encouraged in Asian culture. At the same time, I think the Western emphasis on creativity may have gone too far. On the other hand, in Asia, there is too much emphasis on memorization and drilling. I find that my Asia students in law school have trouble coming up with creative ideas. Ideally, we should take the best from both worlds.

1. The aim of the writer is to persuade the reader that

A. the most effective upbringing is the Asian way.

B. the Western way of upbringing is superior to the Asian ways.

C. Western children are brighter than Asian children.

D. both ways of upbringing have advantages and disadvantages.

Answer: D. both ways of upbringing have advantages and disadvantages.

2. To explain the relationship between upbringing and student performance the writer has

A. provided a dictionary meaning of upbringing.

B. given statistics of student performance.

C. compared and contrasted students of two different cultures.

D. used logic to reach a conclusion

Answer: C. compared and contrasted students of two different cultures.

3. The word ‘outperform’ means ________.

A. to surpass

B. to produce

C. to achieve

D. to fall short

Answer: A. to surpass

4. Which is a criticism of Western upbringing made by the writer?

A. There is not enough respect for authority.

B. There is not enough memorization.

C. There is too much stress on creativity.

D. There is a shortfall of discipline.

Answer: C. There is too much stress on creativity.

5. The phrase ‘on the other hand’ is used to signal that the writer will

A. present the opposite point of view.

B. conclude the text.

C. give an example.

D. elaborate the previous point

Answer: A. present the opposite point of view.

6. The woman was _________ someone might recognize her.

A. afraid so

B. afraid about

C. afraid that

D. afraid with

Answer: C. afraid that

7. _________ respect your point of view, I cannot agree.

A. Much as I

B. As much I

C. I also

D. so much as I

Answer: A. Much as I

8. Choose the mis-matched pair.

A. immune, protected

B. nervous, disturbed

C. neurotic, stable

D. net, mesh

Answer: C. neurotic, stable

9. She went _______ the big gate _________ the prison _______ the road.

A. through, of, into

B. into, by, to

C. across, inside, over

D. by, to, on

Answer: A. through, of, into

10. From “I Wandered Lonely As a Cloud” we can infer that the poet saw

A. ten thousand daffodils.

B. a large number of daffodils.

C. the milky way and daffodils.

D. a host of yellow daffodils.

Answer: A. ten thousand daffodils.

11. An “apple of discord” means

A. a beautiful object

B. an object of dispute

C. a favorite thing

D. a delicious fruit

Answer: B. an object of dispute

12.The noun of  ‘predict’ is

A. predictable

B. predicting

C. prediction

D. predicted

Answer: C. prediction

13. Iron __________ for weapons and tools in the Bronze Age.

A. is generally used

B. used

C. generally used

D. was generally used

Answer: D. was generally used

14. A snake can eat and digest animals much larger than ________.

A. it

B. itself

C. its

D. it has

Answer: B. itself

15. Of the two boys, Latif is ________ intelligent.

A. most

B. more

C. as

D. far

Answer: B. more

16. They have tried but failed, ________?

A. haven’t they

B. aren’t they

C. don’t they

D. didn’t they

Answer: A. haven’t they

17. __________ of his obstinacy, we could not reach any conclusion.

A. Full

B. Much

C. Great deal

D. Because

Answer: D. Because

18. My broken ankle is _________ me.

A. paining

B. aching

C. hurting

D. wounding

Answer: C. hurting

19. You may ____________ culture shock by getting _________ to the new way of life.

A. overcome, accustomed

B. feel, used

C. get, expose

D. need, familiar

Answer: A. overcome, accustomed

20. Choose the correct spelling.

A. Inacessibility

B. Inaccissibility

C. Inaccessebility

D. Inaccessibility

Answer: D. Inaccessibility

21. The word ‘ingenious’ means _________

A. deceptive

B. skillful

C. simple

D. complicated

Answer: B. skillful

22. The synonym of ‘commemorate’ is ___________.

A. overlook

B. memorize

C. observe

D. assert

Answer: C. observe

23. The antonym of ‘assail’ is ___________.

A. attack

B. befriend

C. prevail

D. fly

Answer: A. attack

24. Choose the appropriate translation of আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না।

A. Was I you I would not take the risk.

B. If I were you I could not have taken the risk.

C. If I was you, I would not take the risk.

D. If I were in your shoes, I would not have taken the risk.

Answer: D. If I were in your shoes, I would not have taken the risk.

25. In “Jerry” the writer says that when she gave Jerry some candy and apples he

A. thanked her.

B. smiled in gratitude.

C. just looked at her.

D. did some extra work.

Answer: C. just looked at her.

বাংলা

১.কর্মধারয় সমাস কোনটি?

ক. দেশত্যাগ

খ. হতশ্রী

গ. অনুদান

ঘ. ভদ্রমহিলা

উত্তর : ঘ. ভদ্রমহিলা

২. কোন শব্দটি দেশী?

ক. মরিচ

খ. আচার

গ. ঝোল

ঘ. হালুয়া

উত্তর : গ. ঝোল

ব্যাখ্যা: প্রকৃতপক্ষে, ঝোল দেশী নয়, তদ্ভব শব্দ, যাকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। মরিচ ও আচার তৎসম শব্দ; হালুয়া বিদেশি (আরবি) শব্দ

৩. রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে

ক. ভাবার্থ

খ. বাচ্যার্থ

গ. নিহিতার্থ

ঘ. তাৎপর্য

উত্তর : ক. ভাবার্থ

৪. বিসর্গের ধ্বনি কখন শোনা যায়?

ক. সংযোজক অব্যয়ে

খ. বিয়োজক অব্যয়ে

গ. বিস্ময়সূচক অব্যয়ে

ঘ. পদের মধ্যে বিসর্গ থাকলে

উত্তর : গ. বিস্ময়সূচক অব্যয়ে

৫. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?

ক. বরনের আগে বসন্ত এসেছে বলে

খ. শীত কবির প্রিয় বলে

গ. বন্দনাগীতি রচিত হয়নি বলে

ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে

উত্তর : ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে

৬. Corrigendum- এর বাংলা পরিভাষা

ক. শুদ্ধিপত্র

খ. অনুরোধপত্র

গ. পুনবিজ্ঞাপন

ঘ. পুনর্বিন্যাস

উত্তর : ক. শুদ্ধিপত্র

৭.‘জাগরূক’ শব্দটি ধাতু ও প্রত্যয়যোগে সৃষ্ট হয়েছে এভাবে

ক. জাগ + রূপ

খ.জাগৃ + ঊক

গ. জাগ্র + ঊক

ঘ. জাগর + উক

উত্তর : খ.জাগৃ + ঊক

৮.‘অর্ধাঙ্গী’ অনুসারে স্বামী যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন

ক. চাল মাপেন

খ. বালিশের ওয়াড় মাপেন

গ. শিশুর উচ্চতা মাপেন

ঘ. রন্ধনশালায় থাকেন

উত্তর : খ. বালিশের ওয়াড় মাপেন

৯. কোনটি ভিন্নধর্মী?

ক. উদ্ভাস

খ. প্রদ্যোত

গ. ময়ূখ

ঘ. শর্বর

উত্তর : ঘ. শর্বর

ব্যাখ্যা: উদ্ভাস = বিকাশ/ শোভা, প্রদ্যোত = দীপ্তি, আভা, ময়ূখ = কিরণ, আলো, শর্বর = অন্ধকার, রাত/ কামদেব/ বধূ/ নারী

১০.‘চমকে উঠে উভয়েই তাকালাম ওর দিকে।’- বাক্যটির রচয়িতা

ক. আবু জাফর শামসুদ্দিন

খ. জহির রায়হান

গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

ঘ. হুমায়ূন আহমেদ

উত্তর : খ. জহির রায়হান

১১. নিচের কোন যুক্তবর্ণে চারটি বর্ণের সংযোগ ঘটেছে?

ক. ত্ত্যু

খ. ভ্রূ

গ. ঙ্ক্ষ্য

ঘ. ঞ্জু

উত্তর : ক. ত্ত্যু এবং গ. ঙ্ক্ষ্য

ব্যাখ্যা: ত্ত্যু = ত+ত+উ+য; ঙ্ক্ষ্য = ঙ+ক+ষ+য

আর ভ্রূ = ভ+র+ঊ, ঞ্জু = ঙ+জ+উ

১২. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়?

ক. গ্রাম

খ. মহল

গ. দাম

ঘ. ক্ষেত্র

উত্তর : ক. গ্রাম

১৩.‘কবর’ কবিতায় বৃদ্ধ তার কোন আত্মীয় কে সোনালী ঊষার সোনা মুখের সাথে তুলনা করেছেন?

ক. স্ত্রীকে

খ. পুত্রবধূকে

গ. কন্যাকে

ঘ. নাতনীকে

উত্তর : ক. স্ত্রীকে

১৪.‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ

ক. কুশলী

খ. নোংরা

গ. পেশাদার

ঘ. দুর্জন

উত্তর : গ. পেশাদার

১৫.You should accept this job to cut your teeth on. –এ বাক্যের বঙ্গানুবাদ কোনটি?

ক. খেয়ে-পরে বাঁচার জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

খ. অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

গ. সম্মান বাঁচানোর জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

ঘ. উন্নতির জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

উত্তর :

১৬.‘উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেছোয়াক করা দাঁত ঝকঝক করে।‘- এ কথা কার দাঁত সম্পর্কে বলা হয়েছে?

ক. মোদাব্বেরের

খ. এনায়েতের

গ. ইউনুসের

ঘ. মতিনের

উত্তর : ক. মোদাব্বেরের

১৭.‘সে না এলে তুমি যাবে না, সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে।‘- কোন ধরণের বাক্য?

ক. মিশ্র বাক্য

খ. সরল বাক্য

গ. জটিল বাক্য

ঘ. যৌগিক বাক্য

উত্তর : ঘ. যৌগিক বাক্য

১৮.‘কাজটা ভালো দেখায় না।‘– কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মকতৃবাচ্য

খ. কতৃবাচ্য

গ. কর্মবাচ্য

ঘ. ভাববাচ্য

উত্তর : ঘ. ভাববাচ্য

১৯.‘সমাগত সুধী জনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হল।’- বাক্যটিতে উপসর্গের সংখ্যা

ক. চার

খ. পাঁচ

গ. ছয়

ঘ. সাত

উত্তর : খ. পাঁচ

ব্যাখ্যা: সমাগত = সম+আ+গত, সাদর = স+আদর, সম্ভাষণ = সম+ভাষণ, অভিনন্দন = অভি+নন্দন

২০.‘সাহিত্যেখেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী কোন কথাটি বলেননি?

ক. শিক্ষকের হাতে শিক্ষার জন্ম

খ. কাব্যরস লোকে সানন্দে পান করে

গ. শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো

ঘ. কবির মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি

উত্তর : গ. শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো

২১. আঠার বছর বয়স বাঁচে

ক. বিপদের মুখে

খ. দুর্যোগ আর ঝড়ে

গ. শপথের কোলাহলে

ঘ. লক্ষ দীর্ঘশ্বাসে

উত্তর : খ. দুর্যোগ আর ঝড়ে

২২.‘চোগা’ শব্দটি কোন উৎস থেকে আগত?

ক. তুর্কি

খ. ফারসি

গ. আরবি

ঘ. হিন্দি

উত্তর : ক. তুর্কি, খ. ফারসি

ব্যাখ্যা: চোগা- শব্দের উৎস হিসেবে বাংলা একাডেমী বানান অভিধানে ফারসি চোগা ও তুর্কি চুখা-- উভয় শব্দেরই উল্লেখ আছে

২৩.‘পামপট্টি’দেওয়া– বাগ্বিধিটি বোঝায়

ক. আশ্বাস দেওয়া

খ. খুশি করা

গ. চাটুকারিতা করা

ঘ. ফুঁ দেওয়া

উত্তর : গ. চাটুকারিতা করা

২৪.অতিরিক্ত কথা বলার ভাবজ্ঞাপক দ্বিরুক্তি

ক. চড়চড়

খ. গড়গড়

গ. ফড়ফড়

ঘ. হড়হড়

উত্তর : খ. গড়গড়

২৫. দুটি পরস্পরবিরূদ্ধ ও কলহপ্রিয়া পক্ষের মধ্যস্থ করিতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ো। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত?

ক. চার

খ. পাঁচ

গ. ছয়

ঘ. সাত

উত্তর : গ. ছয়

সঠিক বাক্য: দুটি পরস্পর বিরোধী ও কলহপ্রিয় পক্ষের মধ্যস্থতা করতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ঃ।

 সাধারণ জ্ঞান (General Knowledge)

১. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?

ক. বাগেরহাটে

খ. খুলনায়

গ. সাতক্ষীরায়

ঘ. পটুয়াখালিতে

উত্তর : ক. বাগেরহাটে

২. বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?

ক. ৭ম

খ. ৮ম

গ. ৯ম

ঘ. ১০ম

উত্তর :  ঘ. ১০ম

৩. বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?

ক. ব্রাজিল

খ. বলিভিয়া

গ. আর্জেন্টিনা

ঘ. পেরু

উত্তর : গ. আর্জেন্টিনা

৪. ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?

ক. ১৪৫ বছর

খ. ১৫০ বছর

গ. ১৫৫ বছর

ঘ. ১৬২ বছর

উত্তর : ঘ. ১৬২ বছর

৫. বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে

ক. চীনে

খ. জাপানে

গ. ভারতে

ঘ. যুক্তরাষ্ট্রে

উত্তর :  গ. ভারতে

৬. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা

ক. ১২ নটিক্যাল মাইল

খ. ২০০ নটিক্যাল মাইল

গ. ২২০ নটিক্যাল মাইল

ঘ. ১২০ নটিক্যাল মাইল

উত্তর : খ. ২০০ নটিক্যাল মাইল

৭. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?

ক. মিশরীয় সভ্যতা

খ. রোমান সভ্যতা

গ. সিন্ধু সভ্যতা

ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা

উত্তর :  ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা

৮. ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে

ক. ক্ষুদ্র ঋণ বর্ষ

খ. পানি সহযোগিতা বর্ষ

গ. বন বর্ষ

ঘ. ভাষা বর্ষ

উত্তর : খ. পানি সহযোগিতা বর্ষ

৯. ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা

ক. ফ্রান্স

খ. পোল্যান্ড

গ. ব্রিটেন

ঘ. জার্মানি

উত্তর :  গ. ব্রিটেন

১০. ‘এ্যাপেক’ কী?

ক. এ্যালাইড পিস-কিপিং কাউন্সিল

খ. এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন

গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন

ঘ. কোনোটিই নয়

উত্তর : গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন

১১. ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক

ক. আবুল মনসুর আহমদ

খ. বদরুদ্দীন উমর

গ. সিরাজুল ইসলাম চৌধুরী

ঘ. আনিসুজ্জামান

উত্তর :

১২. ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত

ক. সাইক্লোন

খ. টর্নেডো

গ. ভূমিকম্প

ঘ. বন্যা

উত্তর : ক. সাইক্লোন

১৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

ক. ১২০০ ইউএস ডলার

খ. ১০০০ ইউএস ডলার

গ. ১০৪৪ ইউএস ডলার

ঘ. ৯০০ ইউএস ডলার

উত্তর : গ. ১০৪৪ ইউএস ডলার

১৪. ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক

ক. নেলসন মান্ডেলা

খ. লি কুয়ান ইউ

গ. আ. লুইস

ঘ. নাগিব মাহফুজ

উত্তর : খ. লি কুয়ান ইউ

১৫. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ?

ক. ওয়াশিংটন

খ. দি হেগ

গ. লন্ডন

ঘ. নিউ ইয়র্ক

উত্তর : খ. দি হেগ

১৬. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম

ক. তেল গ্যাস রক্ষা কমিটি

খ. বিইএমএফ

গ. গ্রামীণ ব্যাংক

ঘ. হৃদয়ে বাংলাদেশ

উত্তর : খ. বিইএমএফ

১৭. পাটালিপুত্র রাজধানী ছিল

ক. গুপ্তদের

খ. সেনদের

গ. পালদের

ঘ. মৌর্যদের

উত্তর : ঘ. মৌর্যদের

১৮. ডেভিড ফ্রস্ট ছিলেন

ক. মুক্তিযোদ্ধা

খ. চিকিৎসক

গ. রাজনীতিবিদ

ঘ. সাংবাদিক

উত্তর :      ঘ. সাংবাদিক

১৯. পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার

ক. আনুষ্ঠানিক পদ্ধতি

খ. উপানুষ্ঠানিক পদ্ধতি

গ. অনানুষ্ঠানিক পদ্ধতি

ঘ. এ. বি. ও সি. –এ উল্লিখিত সবকটি পদ্ধতি

উত্তর : গ. অনানুষ্ঠানিক পদ্ধতি

২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ?

ক. একটি

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উত্তর : খ. দুইটি

২১. সামাজিক পরিবর্তনের উপাদান নয়

ক. শিল্পায়ন

খ. বাসস্থান

গ. নগরায়ন

ঘ. শিক্ষা

উত্তর :       খ. বাসস্থান

২২. তমদ্দুন মজলিশ ছিল একটি

ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

খ. সামাজিক প্রতিষ্ঠান

গ. রাজনৈতিক প্রতিষ্ঠান

ঘ. দাতব্য প্রতিষ্ঠান

উত্তর :    ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

২৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন

ক. প্রধান মন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. প্রতিরক্ষা মন্ত্রী

ঘ. সেনা প্রধান

উত্তর : খ. রাষ্ট্রপতি

২৪. আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়

ক. বই

খ. সাময়িকী

গ. সফটওয়্যার

ঘ. হার্ডওয়্যার

উত্তর :   ক. বই

২৫. আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে

ক. ২৭ জুন ২০১৩

খ. ২৯ জুন ২০১৩

গ. ৩০ জুন ২০১৩

ঘ. ১ জুলাই ২০১৩

উত্তর : ক. ২৭ জুন ২০১৩

২৬. সেমীয় ভাষা কোনটি ?

ক. আরবি

খ. উর্দু

গ. ফরাসি

ঘ. ফারসি

উত্তর :   ক. আরবি

২৭. মেঘদূত- এর অনুবাদক

ক. প্রমথ চৌধুরী

খ. বিষ্ণু দে

গ. বুদ্ধদেব বসু

ঘ. সমর সেন

উত্তর :   গ. বুদ্ধদেব বসু

২৮. সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ?

ক. বজ্রযোগিনীতে

খ. সোনারগাঁওয়ে

গ. টেকনাফে

ঘ. কালিয়াকৈরে

উত্তর : ক. বজ্রযোগিনীতে

২৯. ফেসবুকের প্রতিষ্ঠাতা

ক. বিল গেটস

খ. টিম বার্নার্স লিঃ

গ. মার্ক জকারবার্গ

ঘ. অ্যান্ডিগ্রোভ

উত্তর : গ. মার্ক জকারবার্গ

৩০. রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে পড়ে ?

ক. ২৩ এপ্রিল

খ. ২৪ এপ্রিল

গ. ২৫ এপ্রিল

ঘ. ২৬ এপ্রিল

উত্তর : খ. ২৪ এপ্রিল

৩১. ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের

ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট

খ. আর্মি ট্রাইবুনাল কোর্ট

গ. কলকাতা জজ কোর্ট

ঘ. কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট

উত্তর :   ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট

৩২. বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ?

ক.  . দেবপ্রিয় ভট্টাচার্য

খ. স্যার ফজলে হাসান আবেদ

গ. ড. মাকসুদুল আলম

ঘ. ড. মুহাম্মদ ইউনুস

উত্তর :   ঘ. ড. মুহাম্মদ ইউনুস

৩৩. সারিন কি ?

ক. সিরীয় বিদ্রোহী দল

খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র

গ. এক ধরনের ফ্লু

ঘ. ভাইরাস

উত্তর :  খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র

 

৩৪. বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন

       ক. ডিসিসিআই

       খ. এফবিসিসিআই

       গ. ডিএসই

       ঘ. বিজিএমইএ

উত্তর :  খ. এফবিসিসিআই

 

৩৫. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় ?

       ক. অবৈধ অর্থ লেনদেন আইন

       খ. মানি লন্ডারিং প্রিভেনশন আইন

       গ. অর্থ ব্যবহার ও লেনদেন আইন

       ঘ. মানি লন্ডারিং আইন

উত্তর : ঘ. মানি লন্ডারিং আইন

 

৩৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে ?

       ক. সিলেট

       খ. খুলনা

       গ. কুষ্টিয়া

       ঘ. চাঁপাই নবাবগঞ্জ

উত্তর :       ঘ. চাঁপাই নবাবগঞ্জ

 

৩৭. বাংলাদেশের থ্রি-জি প্রযুক্তি চালু হয়

       ক. ১৪ অক্টোবর ২০১৩

       খ. ১৬ অক্টোবর ২০১২

       গ. ১০ সেপ্টেম্বর ২০১৩

       ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৩

উত্তর :   খ. ১৬ অক্টোবর ২০১২

৩৮. একমাত্র বাংলাদেশী টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন

       ক. আশরাফুল ইসলাম

       খ. তামিম ইকবাল

       গ. মুশফিকুর রহিম

       ঘ. অলোক কাপালি

উত্তর : গ. মুশফিকুর রহিম

 

৩৯. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?

       ক. বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন

       খ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড

       গ. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড

       ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন

উত্তর : ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন

 

৪০. ওমানের মুদ্রার নাম ?

       ক. ডলার

       খ. দিরহাম

       গ. রিয়াল

       ঘ. দিনার

উত্তর :     গ. রিয়াল

 

৪১. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমাষ্টিক দুই ভাগে ভাগ করেছেন   

       ক. রাগনার ফ্রিশ

       খ. অ্যাডাম স্মিথ

       গ. জন ডালটন

       ঘ. জন মেনার্ড কিন্স

উত্তর : ক. রাগনার ফ্রিশ

৪২. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়

       ক. ২২ এপ্রিল ১৯৬৮

       খ. ২২ জানুয়ারি ১৯৭০

       গ. ২২ মার্চ ১৯৬৭

       ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

উত্তর : ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

৪৩. ২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরষ্কার পেল ?

       ক. ঢাকা আহসিানিয়া মিশন

       খ. ঢাকা শিক্ষা বোর্ড

       গ. ব্রাক

       ঘ. শিক্ষা মন্ত্রণালয়

উত্তর :       ক. ঢাকা আহসিানিয়া মিশন

 

৪৪. ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়

       ক. বাংলাদেশের উত্তরাঞ্চলে

       খ. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে

       গ. ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে

       ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

উত্তর : ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

 

৪৫. ‘ego’ যে-জনশাখার সঙ্গে সম্পর্কযুক্ত

       ক. দর্শন

       খ. মনোবিজ্ঞান

       গ. সমাজবিজ্ঞান

       ঘ. নৃবিজ্ঞান

উত্তর : খ. মনোবিজ্ঞান

 

৪৬. ‘থিসরাস’ হল এক রকম

       ক. বিশ্বকোষ

       খ. গবেষণামূলক গ্রন্থ

       গ. ব্যাকরণ

       ঘ. অভিধান

উত্তর : ক. বিশ্বকোষ

 

৪৭. রোবসপীয়র

       ক. আমেরিকান লেখক

       খ. স্পেনের গোরিলা যোদ্ধা

       গ. চলচ্চিত্র অভিনেতা

       ঘ. ফরাসি বিপ্লবের নেতা

উত্তর : ঘ. ফরাসি বিপ্লবের নেতা

 

৪৮. ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ – মান্না দের গাওয়া এই গানটির কফি হাউজটি কোথায় ?

       ক. কলকাতায়

       খ. মুম্বাইয়ে

       গ. ঢাকায়

       ঘ. বাঙ্গালোরে

উত্তর :  ক. কলকাতায়

৪৯. ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অ্যালিস মানরুর দেশ

       ক. যুক্তরাজ্য

       খ. যুক্তরাষ্ট্র

       গ. কানাডা

       ঘ. অস্ট্রেলিয়া

উত্তর : গ. কানাডা

 

৫০. বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি কার নামে ?

       ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

       খ. শামসুর রাহমান

       গ. ভাষা-শহীদ বরকত

       ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ

উত্তর :   ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ

 

[ Read More ]

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন (২০১৩ – ২০১৪)পূর্ণঙ্গ সমাধান


ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন (২০১৩ – ২০১৪)পূর্ণঙ্গ সমাধান


১. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?
ক. বাগেরহাটে
খ. খুলনায়
গ. সাতক্ষীরায়
ঘ. পটুয়াখালিতে
উত্তর : ক. বাগেরহাটে
solved by mystudynews.com
২. বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তর :  ঘ. ১০ম
solved by mystudynews.com
৩. বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
ক. ব্রাজিল
খ. বলিভিয়া
গ. আর্জেন্টিনা
ঘ. পেরু
উত্তর : গ. আর্জেন্টিনা
solved by mystudynews.com
৪. ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?
ক. ১৪৫ বছর
খ. ১৫০ বছর
গ. ১৫৫ বছর
ঘ. ১৬২ বছর
উত্তর : ঘ. ১৬২ বছর
theguardian.com
solved by mystudynews.com
৫. বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে
ক. চীনে
খ. জাপানে
গ. ভারতে
ঘ. যুক্তরাষ্ট্রে
উত্তর :  গ. ভারতে
solved by mystudynews.com
৬. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা
ক. ১২ নটিক্যাল মাইল
খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২২০ নটিক্যাল মাইল
ঘ. ১২০ নটিক্যাল মাইল
উত্তর : খ. ২০০ নটিক্যাল মাইল
solved by mystudynews.com
৭. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?
ক. মিশরীয় সভ্যতা
খ. রোমান সভ্যতা
গ. সিন্ধু সভ্যতা
ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা
উত্তর :  ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা
solved by mystudynews.com
৮. ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে
ক. ক্ষুদ্র ঋণ বর্ষ
খ. পানি সহযোগিতা বর্ষ
গ. বন বর্ষ
ঘ. ভাষা বর্ষ
উত্তর : খ. পানি সহযোগিতা বর্ষ
solved by mystudynews.com
৯. ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা
ক. ফ্রান্স
খ. পোল্যান্ড
গ. ব্রিটেন
ঘ. জার্মানি
উত্তর :  গ. ব্রিটেন
solved by mystudynews.com
১০. ‘এ্যাপেক’ কী?
ক. এ্যালাইড পিস-কিপিং কাউন্সিল
খ. এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন
গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন
solved by mystudynews.com
১১. ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক
ক. আবুল মনসুর আহমদ
খ. বদরুদ্দীন উমর
গ. সিরাজুল ইসলাম চৌধুরী
ঘ. আনিসুজ্জামান
উত্তর :
১২. ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত
ক. সাইক্লোন
খ. টর্নেডো
গ. ভূমিকম্প
ঘ. বন্যা
উত্তর : ক. সাইক্লোন
solved by mystudynews.com
১৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়
ক. ১২০০ ইউএস ডলার
খ. ১০০০ ইউএস ডলার
গ. ১০৪৪ ইউএস ডলার
ঘ. ৯০০ ইউএস ডলার
উত্তর : গ. ১০৪৪ ইউএস ডলার
১৪. ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক
ক. নেলসন মান্ডেলা
খ. লি কুয়ান ইউ
গ. আ. লুইস
ঘ. নাগিব মাহফুজ
উত্তর : খ. লি কুয়ান ইউ
solved by mystudynews.com
১৫. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ?
ক. ওয়াশিংটন
খ. দি হেগ
গ. লন্ডন
ঘ. নিউ ইয়র্ক
উত্তর : খ. দি হেগ
solved by mystudynews.com
১৬. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম
ক. তেল গ্যাস রক্ষা কমিটি
খ. বিইএমএফ
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. হৃদয়ে বাংলাদেশ
উত্তর : খ. বিইএমএফ
http://bemfbd.tripod.com/
solved by mystudynews.com
১৭. পাটালিপুত্র রাজধানী ছিল
ক. গুপ্তদের
খ. সেনদের
গ. পালদের
ঘ. মৌর্যদের
উত্তর : ঘ. মৌর্যদের
Wkipedia
solved by mystudynews.com
১৮. ডেভিড ফ্রস্ট ছিলেন
ক. মুক্তিযোদ্ধা
খ. চিকিৎসক
গ. রাজনীতিবিদ
ঘ. সাংবাদিক
উত্তর :      ঘ. সাংবাদিক
solved by mystudynews.com
১৯. পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার
ক. আনুষ্ঠানিক পদ্ধতি
খ. উপানুষ্ঠানিক পদ্ধতি
গ. অনানুষ্ঠানিক পদ্ধতি
ঘ. এ. বি. ও সি. –এ উল্লিখিত সবকটি পদ্ধতি
উত্তর : গ. অনানুষ্ঠানিক পদ্ধতি
wikipedia
solved by mystudynews.com
২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তর : খ. দুইটি
solved by mystudynews.com
২১. সামাজিক পরিবর্তনের উপাদান নয়
ক. শিল্পায়ন
খ. বাসস্থান
গ. নগরায়ন
ঘ. শিক্ষা
উত্তর :       খ. বাসস্থান
solved by mystudynews.com
২২. তমদ্দুন মজলিশ ছিল একটি
ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
খ. সামাজিক প্রতিষ্ঠান
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. দাতব্য প্রতিষ্ঠান
উত্তর :    ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
solved by mystudynews.com
২৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন
ক. প্রধান মন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. প্রতিরক্ষা মন্ত্রী
ঘ. সেনা প্রধান
উত্তর : খ. রাষ্ট্রপতি
solved by mystudynews.com
২৪. আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়
ক. বই
খ. সাময়িকী
গ. সফটওয়্যার
ঘ. হার্ডওয়্যার
উত্তর :   ক. বই
solved by mystudynews.com
২৫. আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে
ক. ২৭ জুন ২০১৩
খ. ২৯ জুন ২০১৩
গ. ৩০ জুন ২০১৩
ঘ. ১ জুলাই ২০১৩
উত্তর : ক. ২৭ জুন ২০১৩
solved by mystudynews.com
২৬. সেমীয় ভাষা কোনটি ?
ক. আরবি
খ. উর্দু
গ. ফরাসি
ঘ. ফারসি
উত্তর :   ক. আরবি
solved by mystudynews.com
২৭. মেঘদূত- এর অনুবাদক
ক. প্রমথ চৌধুরী
খ. বিষ্ণু দে
গ. বুদ্ধদেব বসু
ঘ. সমর সেন
উত্তর :   গ. বুদ্ধদেব বসু
solved by mystudynews.com
২৮. সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ?
ক. বজ্রযোগিনীতে
খ. সোনারগাঁওয়ে
গ. টেকনাফে
ঘ. কালিয়াকৈরে
উত্তর : ক. বজ্রযোগিনীতে
solved by mystudynews.com
২৯. ফেসবুকের প্রতিষ্ঠাতা
ক. বিল গেটস
খ. টিম বার্নার্স লিঃ
গ. মার্ক জকারবার্গ
ঘ. অ্যান্ডিগ্রোভ
উত্তর : গ. মার্ক জকারবার্গ
solved by mystudynews.com
৩০. রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে পড়ে ?
ক. ২৩ এপ্রিল
খ. ২৪ এপ্রিল
গ. ২৫ এপ্রিল
ঘ. ২৬ এপ্রিল
উত্তর : খ. ২৪ এপ্রিল
solved by mystudynews.com
৩১. ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের
ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট
খ. আর্মি ট্রাইবুনাল কোর্ট
গ. কলকাতা জজ কোর্ট
ঘ. কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট
উত্তর :   ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট
solved by mystudynews.com
৩২. বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ?
ক.  দেবপ্রিয় ভট্টাচার্য
খ. স্যার ফজলে হাসান আবেদ
গ. ড. মাকসুদুল আলম
ঘ. ড. মুহাম্মদ ইউনুস
উত্তর :   ঘ. ড. মুহাম্মদ ইউনুস
solved by mystudynews.com
৩৩. সারিন কি ?
ক. সিরীয় বিদ্রোহী দল
খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র
গ. এক ধরনের ফ্লু
ঘ. ভাইরাস
উত্তর :  খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র
solved by mystudynews.com
৩৪. বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন
ক. ডিসিসিআই
খ. এফবিসিসিআই
গ. ডিএসই
ঘ. বিজিএমইএ
উত্তর :  খ. এফবিসিসিআই
লিঙ্ক: fbcci-bd.org
solved by mystudynews.com
৩৫. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় ?
ক. অবৈধ অর্থ লেনদেন আইন
খ. মানি লন্ডারিং প্রিভেনশন আইন
গ. অর্থ ব্যবহার ও লেনদেন আইন
ঘ. মানি লন্ডারিং আইন
উত্তর : ঘ. মানি লন্ডারিং আইন
solved by mystudynews.com
৩৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে ?
ক. সিলেট
খ. খুলনা
গ. কুষ্টিয়া
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তর :       ঘ. চাঁপাই নবাবগঞ্জ
solved by mystudynews.com
৩৭. বাংলাদেশের থ্রি-জি প্রযুক্তি চালু হয়
ক. ১৪ অক্টোবর ২০১৩
খ. ১৬ অক্টোবর ২০১২
গ. ১০ সেপ্টেম্বর ২০১৩
ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৩
উত্তর :   খ. ১৬ অক্টোবর ২০১২
solved by mystudynews.com
৩৮. একমাত্র বাংলাদেশী টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন
ক. আশরাফুল ইসলাম
খ. তামিম ইকবাল
গ. মুশফিকুর রহিম
ঘ. অলোক কাপালি
উত্তর : গ. মুশফিকুর রহিম
solved by edpdbd.org
৩৯. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?
ক. বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন
খ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড
গ. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন
উত্তর : ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন
solved by mystudynews.com
৪০. ওমানের মুদ্রার নাম ?
ক. ডলার
খ. দিরহাম
গ. রিয়াল
ঘ. দিনার
উত্তর :     গ. রিয়াল
solved by mystudynews.com
৪১. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমাষ্টিক দুই ভাগে ভাগ করেছেন
ক. রাগনার ফ্রিশ
খ. অ্যাডাম স্মিথ
গ. জন ডালটন
ঘ. জন মেনার্ড কিন্স
উত্তর : ঘ. জন মেনার্ড কিন্স
solved by mystudynews.com
৪২. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়
ক. ২২ এপ্রিল ১৯৬৮
খ. ২২ জানুয়ারি ১৯৭০
গ. ২২ মার্চ ১৯৬৭
ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
উত্তর : ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
dailyjanakantha.com
solved by mystudynews.com
৪৩. ২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরষ্কার পেল ?
ক. ঢাকা আহসিানিয়া মিশন
খ. ঢাকা শিক্ষা বোর্ড
গ. ব্রাক
ঘ. শিক্ষা মন্ত্রণালয়
উত্তর :       ক. ঢাকা আহসিানিয়া মিশন
solved by mystudynews.com
৪৪. ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়
ক. বাংলাদেশের উত্তরাঞ্চলে
খ. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে
গ. ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে
ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
উত্তর : ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
solved by mystudynews.com
৪৫. ‘ego’ যে-জনশাখার সঙ্গে সম্পর্কযুক্ত
ক. দর্শন
খ. মনোবিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান
ঘ. নৃবিজ্ঞান
উত্তর : খ. মনোবিজ্ঞান
solved by mystudynews.com
৪৬. ‘থিসরাস’ হল এক রকম
ক. বিশ্বকোষ
খ. গবেষণামূলক গ্রন্থ
গ. ব্যাকরণ
ঘ. অভিধান
উত্তর : ক. বিশ্বকোষ
solved by mystudynews.com
৪৭. রোবসপীয়র
ক. আমেরিকান লেখক
খ. স্পেনের গোরিলা যোদ্ধা
গ. চলচ্চিত্র অভিনেতা
ঘ. ফরাসি বিপ্লবের নেতা
উত্তর : ঘ. ফরাসি বিপ্লবের নেতা
solved by mystudynews.com
৪৮. ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ – মান্না দের গাওয়া এই গানটির কফি হাউজটি কোথায় ?
ক. কলকাতায়
খ. মুম্বাইয়ে
গ. ঢাকায়
ঘ. বাঙ্গালোরে
উত্তর :  ক. কলকাতায়
solved by mystudynews.com
৪৯. ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অ্যালিস মানরুর দেশ
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. কানাডা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তর : গ. কানাডা
solved by mystudynews.com
৫০. বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি কার নামে ?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. শামসুর রাহমান
গ. ভাষা-শহীদ বরকত
ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ
উত্তর :   ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ
solved by mystudynews.com

বাংলা

১.কর্মধারয় সমাস কোনটি?
ক. দেশত্যাগ
খ. হতশ্রী
গ. অনুদান
ঘ. ভদ্রমহিলা
উত্তর : ঘ. ভদ্রমহিলা
solved by mystudynews.com
২. কোন শব্দটি দেশী?
ক. মরিচ
খ. আচার
গ. ঝোল
ঘ. হালুয়া
উত্তর : গ. ঝোল
ব্যাখ্যা: প্রকৃতপক্ষে, ঝোল দেশী নয়, তদ্ভব শব্দ, যাকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। মরিচ ও আচার তৎসম শব্দ; হালুয়া বিদেশি (আরবি) শব্দ
৩. রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে
ক. ভাবার্থ
খ. বাচ্যার্থ
গ. নিহিতার্থ
ঘ. তাৎপর্য
উত্তর : ক. ভাবার্থ
solved by mystudynews.com
৪. বিসর্গের ধ্বনি কখন শোনা যায়?
ক. সংযোজক অব্যয়ে
খ. বিয়োজক অব্যয়ে
গ. বিস্ময়সূচক অব্যয়ে
ঘ. পদের মধ্যে বিসর্গ থাকলে
উত্তর : গ. বিস্ময়সূচক অব্যয়ে
solved by mystudynews.com
৫. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?
ক. বরনের আগে বসন্ত এসেছে বলে
খ. শীত কবির প্রিয় বলে
গ. বন্দনাগীতি রচিত হয়নি বলে
ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে
উত্তর : ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে
solved by mystudynews.com
৬. Corrigendum- এর বাংলা পরিভাষা
ক. শুদ্ধিপত্র
খ. অনুরোধপত্র
গ. পুনবিজ্ঞাপন
ঘ. পুনর্বিন্যাস
উত্তর : ক. শুদ্ধিপত্র
solved by mystudynews.com
৭.‘জাগরূক’ শব্দটি ধাতু ও প্রত্যয়যোগে সৃষ্ট হয়েছে এভাবে
ক. জাগ + রূপ
খ.জাগৃ + ঊক
গ. জাগ্র + ঊক
ঘ. জাগর + উক
উত্তর : খ.জাগৃ + ঊক
solved by mystudynews.com
৮.‘অর্ধাঙ্গী’ অনুসারে স্বামী যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন
ক. চাল মাপেন
খ. বালিশের ওয়াড় মাপেন
গ. শিশুর উচ্চতা মাপেন
ঘ. রন্ধনশালায় থাকেন
উত্তর : খ. বালিশের ওয়াড় মাপেন
solved by mystudynews.com
৯. কোনটি ভিন্নধর্মী?
ক. উদ্ভাস
খ. প্রদ্যোত
গ. ময়ূখ
ঘ. শর্বর
উত্তর : ঘ. শর্বর
ব্যাখ্যা: উদ্ভাস = বিকাশ/ শোভা, প্রদ্যোত = দীপ্তি, আভা, ময়ূখ = কিরণ, আলো, শর্বর = অন্ধকার, রাত/ কামদেব/ বধূ/ নারী
solved by mystudynews.com
১০.‘চমকে উঠে উভয়েই তাকালাম ওর দিকে।’- বাক্যটির রচয়িতা
ক. আবু জাফর শামসুদ্দিন
খ. জহির রায়হান
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
ঘ. হুমায়ূন আহমেদ
উত্তর : খ. জহির রায়হান
solved by mystudynews.com
১১. নিচের কোন যুক্তবর্ণে চারটি বর্ণের সংযোগ ঘটেছে?
ক. ত্ত্যু
খ. ভ্রূ
গ. ঙ্ক্ষ্য
ঘ. ঞ্জু
উত্তর : ক. ত্ত্যু এবং গ. ঙ্ক্ষ্য
ব্যাখ্যা: ত্ত্যু = ত+ত+উ+য; ঙ্ক্ষ্য = ঙ+ক+ষ+য
আর ভ্রূ = ভ+র+ঊ, ঞ্জু = ঙ+জ+উ
solved by mystudynews.com
১২. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়?
ক. গ্রাম
খ. মহল
গ. দাম
ঘ. ক্ষেত্র
উত্তর : ক. গ্রাম
solved by mystudynews.com
১৩.‘কবর’ কবিতায় বৃদ্ধ তার কোন আত্মীয় কে সোনালী ঊষার সোনা মুখের সাথে তুলনা করেছেন?
ক. স্ত্রীকে
খ. পুত্রবধূকে
গ. কন্যাকে
ঘ. নাতনীকে
উত্তর : ক. স্ত্রীকে
solved by mystudynews.com
১৪.‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ
ক. কুশলী
খ. নোংরা
গ. পেশাদার
ঘ. দুর্জন
উত্তর : গ. পেশাদার
solved by mystudynews.com
১৫.You should accept this job to cut your teeth on. –এ বাক্যের বঙ্গানুবাদ কোনটি?
ক. খেয়ে-পরে বাঁচার জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
খ. অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
গ. সম্মান বাঁচানোর জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
ঘ. উন্নতির জন্য তোমার চাকরিটি নেয়া উচিত
উত্তর :
১৬.‘উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেছোয়াক করা দাঁত ঝকঝক করে।‘- এ কথা কার দাঁত সম্পর্কে বলা হয়েছে?
ক. মোদাব্বেরের
খ. এনায়েতের
গ. ইউনুসের
ঘ. মতিনের
উত্তর : ক. মোদাব্বেরের
solved by mystudynews.com
১৭.‘সে না এলে তুমি যাবে না, সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে।‘- কোন ধরণের বাক্য?
ক. মিশ্র বাক্য
খ. সরল বাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য
উত্তর : ঘ. যৌগিক বাক্য
solved by mystudynews.com
১৮.‘কাজটা ভালো দেখায় না।‘– কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মকতৃবাচ্য
খ. কতৃবাচ্য
গ. কর্মবাচ্য
ঘ. ভাববাচ্য
উত্তর : ঘ. ভাববাচ্য
solved by mystudynews.com
১৯.‘সমাগত সুধী জনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হল।’- বাক্যটিতে উপসর্গের সংখ্যা
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উত্তর : খ. পাঁচ
ব্যাখ্যা: সমাগত = সম+আ+গত, সাদর = স+আদর, সম্ভাষণ = সম+ভাষণ, অভিনন্দন = অভি+নন্দন
solved by mystudynews.com
২০.‘সাহিত্যেখেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী কোন কথাটি বলেননি?
ক. শিক্ষকের হাতে শিক্ষার জন্ম
খ. কাব্যরস লোকে সানন্দে পান করে
গ. শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো
ঘ. কবির মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি
উত্তর : ক. শিক্ষকের হাতে শিক্ষার জন্ম
solved by mystudynews.com
২১. আঠার বছর বয়স বাঁচে
ক. বিপদের মুখে
খ. দুর্যোগ আর ঝড়ে
গ. শপথের কোলাহলে
ঘ. লক্ষ দীর্ঘশ্বাসে
উত্তর : খ. দুর্যোগ আর ঝড়ে
solved by mystudynews.com
২২.‘চোগা’ শব্দটি কোন উৎস থেকে আগত?
ক. তুর্কি
খ. ফারসি
গ. আরবি
ঘ. হিন্দি
উত্তর : ক. তুর্কি, খ. ফারসি
ব্যাখ্যা: চোগা- শব্দের উৎস হিসেবে বাংলা একাডেমী বানান অভিধানে ফারসি চোগা ও তুর্কি চুখা-- উভয় শব্দেরই উল্লেখ আছে
solved by mystudynews.com
২৩.‘পামপট্টি’দেওয়া– বাগ্বিধিটি বোঝায়
ক. আশ্বাস দেওয়া
খ. খুশি করা
গ. চাটুকারিতা করা
ঘ. ফুঁ দেওয়া
উত্তর : গ. চাটুকারিতা করা
solved by mystudynews.com
২৪.অতিরিক্ত কথা বলার ভাবজ্ঞাপক দ্বিরুক্তি
ক. চড়চড়
খ. গড়গড়
গ. ফড়ফড়
ঘ. হড়হড়
উত্তর : খ. গড়গড়
solved by mystudynews.com
২৫. দুটি পরস্পরবিরূদ্ধ ও কলহপ্রিয়া পক্ষের মধ্যস্থ করিতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ো। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উত্তর : গ. ছয়
সঠিক বাক্য: দুটি পরস্পর বিরোধী ও কলহপ্রিয় পক্ষের মধ্যস্থতা করতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ঃ।
solved by mystudynews.com

General English

(Answer each question by choosing the best option)
Answer questions 1-5 based on the following passage.
Academically, Asian students are outperforming their American counterparts on all levels. However, as adults, we are finding ourselves falling short in the area of creativity and the ability to influence others, and the successful people are those who can know to influence others. This is an area that is emphasized in a Western upbringing. In the West, children are taught to question authority by asking why, something which is not encouraged in Asian culture. At the same time, I think the Western emphasis on creativity may have gone too far. On the other hand, in Asia, there is too much emphasis on memorization and drilling. I find that my Asia students in law school have trouble coming up with creative ideas. Ideally, we should take the best from both worlds.
1. The aim of the writer is to persuade the reader that
A. the most effective upbringing is the Asian way.
B. the Western way of upbringing is superior to the Asian ways.
C. Western children are brighter than Asian children.
D. both ways of upbringing have advantages and disadvantages.
Answer: D. both ways of upbringing have advantages and disadvantages.
solved by mystudynews.com
2. To explain the relationship between upbringing and student performance the writer has
A. provided a dictionary meaning of upbringing.
B. given statistics of student performance.
C. compared and contrasted students of two different cultures.
D. used logic to reach a conclusion
Answer: C. compared and contrasted students of two different cultures.
solved by mystudynews.com
3. The word ‘outperform’ means ________.
A. to surpass
B. to produce
C. to achieve
D. to fall short
Answer: A. to surpass
solved by mystudynews.com
4. Which is a criticism of Western upbringing made by the writer?
A. There is not enough respect for authority.
B. There is not enough memorization.
C. There is too much stress on creativity.
D. There is a shortfall of discipline.
Answer: C. There is too much stress on creativity.
solved by mystudynews.com
5. The phrase ‘on the other hand’ is used to signal that the writer will
A. present the opposite point of view.
B. conclude the text.
C. give an example.
D. elaborate the previous point
Answer: A. present the opposite point of view.
solved by mystudynews.com
6. The woman was _________ someone might recognize her.
A. afraid so
B. afraid about
C. afraid that
D. afraid with
Answer: C. afraid that
solved by mystudynews.com
7. _________ respect your point of view, I cannot agree.
A. Much as I
B. As much I
C. I also
D. so much as I
Answer: A. Much as I
solved by mystudynews.com
8. Choose the mis-matched pair.
A. immune, protected
B. nervous, disturbed
C. neurotic, stable
D. net, mesh
Answer: C. neurotic, stable
solved by mystudynews.com
9. She went _______ the big gate _________ the prison _______ the road.
A. through, of, into
B. into, by, to
C. across, inside, over
D. by, to, on
Answer: A. through, of, into
solved by mystudynews.com
10. From “I Wandered Lonely As a Cloud” we can infer that the poet saw
A. ten thousand daffodils.
B. a large number of daffodils.
C. the milky way and daffodils.
D. a host of yellow daffodils.
Answer: A. ten thousand daffodils.
solved by mystudynews.com
11. An “apple of discord” means
A. a beautiful object
B. an object of dispute
C. a favourite thing
D. a delicious fruit
Answer: B. an object of dispute
solved by mystudynews.com
12.The noun of  ‘predict’ is
A. predictable
B. predicting
C. prediction
D. predicted
Answer: C. prediction
solved by mystudynews.com
13. Iron __________ for weapons and tools in the Bronze Age.
A. is generally used
B. used
C. generally used
D. was generally used
Answer: D. was generally used
solved by mystudynews.com
14. A snake can eat and digest animals much larger than ________.
A. it
B. ifself
C. its
D. it has
Answer: B. ifself
solved by mystudynews.com
15. Of the two boys, Latif is ________ intelligent.
A. most
B. more
C. as
D. far
Answer: B. more
solved by mystudynews.com
16. They have tried but failed, ________?
A. haven’t they
B. aren’t they
C. don’t they
D. didn’t they
Answer: A. haven’t they
solved by mystudynews.com
17. __________ of his obstinacy, we could not reach any conclusion.
A. Full
B. Much
C. Great deal
D. Because
Answer: D. Because
solved by mystudynews.com
18. My broken ankle is _________ me.
A. paining
B. aching
C. hurting
D. wounding
Answer: C. hurting
solved by mystudynews.com
19. You may ____________ culture shock by getting _________ to the new way of life.
A. overcome, accustomed
B. feel, used
C. get, expose
D. need, familiar
Answer: A. overcome, accustomed
solved by mystudynews.com
20. Choose the correct spelling.
A. Inacessibility
B. Inaccissibility
C. Inaccessebility
D. Inaccessibility
Answer: D. Inaccessibility
solved by mystudynews.com
21. The word ‘ingenious’ means _________
A. deceptive
B. skillful
C. simple
D. complicated
Answer: B. skillful
solved by mystudynews.com
22. The synonym of ‘commemorate’ is ___________.
A. overlook
B. memorize
C. observe
D. assert
Answer: C. observe
solved by mystudynews.com
23. The antonym of ‘assail’ is ___________.
A. attack
B. befriend
C. prevail
D. fly
Answer: B. befriend
solved by mystudynews.com
24. Choose the appropriate translation of আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না।
A. Was I you I would not take the risk.
B. If I were you I could not have taken the risk.
C. If I was you, I would not take the risk.
D. If I were in your shoes, I would not have taken the risk.
Answer: D. If I were in your shoes, I would not have taken the risk.
solved by mystudynews.com
25. In “Jerry” the writer says that when she gave Jerry some candy and apples he
A. thanked her.
B. smiled in gratitude.
C. just looked at her.
D. did some extra work.
Answer: C. just looked at her.
[ Read More ]

Are your students interested in a career in cybersecurity?



Check out this blog post by Michael McGrew, a Security Engineer at Facebook, which highlights opportunities for students to connect their classroom knowledge with real world situations.


Putting security education into practice


The best security education helps students connect their classroom knowledge to real world situations, and entry-level security jobs increasingly expect some hands-on experience. Not all school curricula today includes these opportunities, though, so students often look outside of the classroom to build and solidify their skills.

I found myself looking for these same opportunities when I was a junior in college. I came across the Collegiate Cyber Defense Competition (CCDC), a defensive security competition that puts teams of students in a mock business environment. The program challenges students to run their business while protecting their network and systems from a team of professional penetration testers looking for vulnerabilities. I started a club at my school and formed a team to bring to the Western Regional Collegiate Cyber Defense Competition (WRCCDC). After practicing and reviewing strategies for a couple of months, we attended the competition and learned a ton. It set me up for other competitions and extra-curricular activities that prepared me to enter the security professional field.

Giving back to students


In recognition of the value of these types of learning opportunities, Facebook helped sponsor the WRCCDC competition at the end of March. My colleague, Javier and I joined a team of penetration testers attempting to breach the students' systems. The challenging environment exposes students to hands-on experience with enterprise equipment. Teams are constantly under pressure to keep the business running smoothly and to secure and maintain their systems while defending against attacks. This simulation teaches teamwork, time management, risk assessment, and core technical security skills. Whenever we managed to get around one of their defenses, we were peppered with questions from the students: “How did you get into our server?” and “How can we secure our network from what you were doing?” Giving informal tutorials about security defenses and best practices to talented and passionate students was the highlight of my experience.

Hey, students—get involved!


The National Collegiate Cyber Defense Competition (NCCDC) is coming up next week, but CCDC isn't the only outlet for students to get security experience outside the classroom. If you're a student, I challenge you to get involved with a cyber security competition. It was a big part of my professional development, and you'll gain something you simply can't on your own. Below are a few events to explore:

Collegiate Cyber Defense Competition (CCDC) http://nationalccdc.org/
CCDC is a defensive competition for teams of college students to protect a mock business network against professional penetration testers.

CSAW Capture the Flag (CTF) https://ctf.isis.poly.edu/
CSAW CTF is an entry-level Capture the Flag event designed for undergraduate students.

U.S. Cyber Challenge (USCC) http://www.uscyberchallenge.org/
Cyber Foundations is a series of tutorials and quizzes for high school students to learn about security and test their skills. Cyber Quests is an online quiz where the top scoring participants are invited to a week-long camp with classes taught by SANS instructors. Registration is currently open for Cyber Quests!

CyberPatriot https://www.uscyberpatriot.org/
CyberPatriot is a competition for high school students where teams address real life cybersecurity situations in a virtual environment.


MITRE Cyber Academy http://mitrecyberacademy.org/stem/competitions

MITRE Cyber Academy hosts annual competitions for high school and college students that allow teams to compete against each other in different hacking challenges.


National Cyber League (NCL) http://www.nationalcyberleague.org/

The NCL provides an ongoing virtual training ground for students to develop, practice, and validate cybersecurity skills using lab exercises aligned with individual and team games.
[ Read More ]


• উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন কবে পাস হয়?- ১৮৩৫ সালে।
• উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে?- লর্ড ক্যানিং।
• বাংলাদেশে নোট প্রথা চালু হয় কবে?- ১৯৭২ সালের ৪ মার্চ।
• দেশে প্রথম কত মূল্যমানের নোট ছাড়া হয়?- ১ টাকা এবং ১০০ টাকার নোট।
• বাংলাদেশের প্রথম টাকা এবং মুদ্রার নকশাকার কে?- কেজি মুস্তফা।
• বাংলাদেশে কয় ধরনের কাগুজে নোট চালু আছে?- ৯ ধরনের।
• ১ টাকা ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?- অর্থসচিবের।
• ১০০০ টাকার নোট প্রথম বাজারে আসে কবে?- ২৭ অক্টোবর, ২০০৮।
• ১০ টাকার পলিমার নোট কবে চালু করা হয়?- ১৪ ডিসেম্বর ২০০০ সালে।
• ১০ টাকার পলিমার নোট কোন দেশ থেকে প্রথম ছাপানো হয়?- অস্ট্রেলিয়া।
• সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL) থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি?- ১০ টাকার নোট।
• বাংলাদেশের একমাত্র সরকারি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL) কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৮ সালে।
• SPCBL এর অবস্থান কোথায়?- শিমুলতলী, গাজীপুর।

[ Read More ]

বাংলাদেশের নদ নদী বিষয়


> ঢাকা: বুড়িগঙ্গা নদীর তীরে।
> চট্টগ্রাম: কর্ণফুলী নদীরতীরে।
> কুমিল্লা: গোমতী নদীর তীরে।
> রাজশাহী: পদ্মা নদীর তীরে।
> কুষ্টিয়া: গড়াই নদীর তীরে।
> বাংলাবান্দা : মহানন্দা নদীর তীরে।
> বরিশাল: কীর্তন খোলা নদীর তীরে।
> খুলনা: ভৈরব ও রূপসা নদীর
মিলনস্থলে।
> সিলেট: সুরমা নদীর তীরে।
> ভোলা: তেঁতুলিয়া ও বলেশ্বর নদীর
তীরে।
> হবিগঞ্জ: খোয়াই নদীর তীরে।
> মৌলভীবাজার: মনু নদীর তীরে।
> জামালপুর: পুরাতন ব্রহ্মপুত্র নদীর
তীরে।
> কিশোরগঞ্জ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর
তীরে।
> শরীয়তপুর: পদ্মা নদীর তীরে।
> শিলাইদহ: পদ্মা নদীর তীরে।


[ Read More ]

online market place in Bangladesh Bangla freelancing outsourcing book

ঢাকা বিশ্ববিদ্যালয় 'ঘ' ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান | * বাংলাদেশ বিষয়াবলী

ঢাকা বিশ্ববিদ্যালয় 'ঘ' ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান |

* বাংলাদেশ বিষয়াবলী
-------------------------------------

১. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে করেছিলেন?
ক. তমিজউদ্দীন খান
খ. সৈয়দ আজমত খান
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. মনোরঞ্জন ধর
উত্তর : গ. ধীরেন্দ্রনাথ দত্ত
২. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?
ক. অর্থ
খ. ডাক ও টেলিযোগাযোগ
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ. পররাষ্ট্র
উত্তর : ডাক ও টেলিযোগাযোগ
৩. বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য এর নাম কি?
ক. ভাষার কথা
খ. ভাষার স্বাধীনতা
গ. মোদের আশা
ঘ. মোদের গরব
উত্তর : ঘ. মোদের গরব
৪. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
ক. ১৯৭৭
খ. ১৯৯৬
গ. ১৯৮১
ঘ. ১৯৮৮
উত্তর : ঘ. ১৯৮৮
৫. সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে্‌ । ডেমু শব্দের অর্থ কি?
ক. ডিজেল ইলেকট্রিক এন্ড মেকানিক্যাল ইউনিট
খ. ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
গ. ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট
ঘ. ডিজেল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট
উত্তর : ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
৬. ’ নিপোর্ট’(NIPORT)কোন বিষয়ের সাথে জড়িত?
ক. সমুদ্র বন্দর
খ. পরমাণু বিজ্ঞান
গ. জনসংখ্যা
ঘ. কোনটিই নয়
উত্তর : গ. জনসংখ্যা
৭. ‘ বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মু্ক্তিযোদ্ধা হলেন-
ক. জাহানারা ইমাম
খ. কাঁকন বিবি
গ. ফেরদৌসী প্রিয়ভাষিণী
ঘ. তারামন বিবি
উত্তর : ঘ. তারামন বিবি
৮. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
ক. মিজোরাম
খ. মেঘালয়
গ. ত্রিপুরা
ঘ. মায়ানমার
উত্তর : খ. মেঘালয়
৯. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?
ক. জর্জ হ্যারিসন
খ. সাইমন ড্রিং
গ. পন্ডিত রবি শংকর
ঘ. এদের সবাই
উত্তর : ঘ. এদের সবাই

১০. ১৯৭৪ সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ’ডক্টর অব লিটারেচার’ ডিগ্রী দেয়া হয়?
ক. স্যার যদুনাথ সরকার
খ. শর চন্দ্র চট্টপাধ্যায়
গ. কবি কাজী নজরুল ইসলাম
ঘ. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
উত্তর : গ. কবি কাজী নজরুল ইসলাম

১১. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
ক. ২৪ এপ্রিল
খ. ২ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তর : খ. ২ মার্চ

১২. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৩০ জুন
খ. ১ জুলাই
গ. ১৭ সেপ্টেম্বর
ঘ. ১১ ডিসেম্বর
উত্তর : খ. ১ জুলাই

১৩. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. ভূটান
ঘ. মালয়েশিয়া
উত্তর : গ. ভূটান

১৪. ‘ম্যাডোনা ৪৩’ চিত্রকর্মের শিল্পী কে?
ক. কামরুল হাসান
খ. মোহাম্মদ কিবরিয়া
গ. এস এম সুলতান
ঘ. জয়নুল আবেদীন
উত্তর : ঘ. জয়নুল আবেদীন

১৫. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?
ক. বিঝু
খ. ওয়ানগালা
গ. সান্দ্রে
ঘ. সাংগ্রাই
উত্তর : খ. ওয়ানগালা
১৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?
ক. ওরা ১১ জন
খ. হুলিয়া
গ. মু্ক্তির গান
ঘ. লেট দেয়ার বি লাইট
উত্তর : গ. মু্ক্তির গান

১৭. সর্বপ্রথম বাংলা Search engine- এর নাম কি?
ক. গুগল বাংলা
খ. ঘাস ফড়িং
গ. পিপিলিকা
ঘ. কোনটিই নয়
উত্তর : গ. পিপিলিকা

১৮. ‘গনডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?
ক. দিনাজপুর
খ. বাগেরহাট
গ. কক্সবাজার
ঘ. নোয়াখালী
উত্তর : ক. দিনাজপুর

১৯. বিজ্ঞানী ড: মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?
ক. তেজস্ক্রিয় বালি
খ. জীবাশ্ম কয়লা
গ. পাটের জীবন রহস্য
ঘ. কীটনাশক
উত্তর : গ. পাটের জীবন রহস্য
২০. কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?
ক. চাকমা
খ. গারো
গ. হাজং
ঘ. মারমা
উত্তর : খ. গারো

২১. বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি?
ক. জাইকা
খ. ইউ এন ডি পি
গ. বিশ্ব ব্যাংক
ঘ. আই এম এফ
উত্তর : গ. বিশ্ব ব্যাংক

২২. রাজশাহীর আদি নাম কি ছিল?
ক. সমতট
খ. রামপুর বোয়ালিয়া
গ. হরিকেল
ঘ. মহাস্থানগড়
উত্তর : খ. রামপুর বোয়ালিয়া

২৩. ‘মুরাইছড়া’ ইকো-পার্ক কোথায়?
ক. খাগড়াছড়ি
খ. নলিতাবাড়ী
গ. বড়লেখা
ঘ. কালিয়া
উত্তর : বড়লেখা

২৪. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?
ক. লাউয়াছড়া
খ. সুন্দরবন
গ. ভাওয়াল জাতীয় উদ্যান
ঘ. মধুপুর
উত্তর : খ. সুন্দরবন

২৫. বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?
ক. ২৬০০
খ. ৮৫০০
গ. ৩৬৭০
ঘ. ৫৫৩০
উত্তর : ক. ২৬০০

*আন্তর্জাতিক বিষয়াবলী
-------------------------------------

১. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?
ক. নীল ও লাল
খ. নীল ও সাদা
গ. লাল ও সাদা
ঘ. সবুজ ও সাদা
সমাধান: খ. নীল ও সাদা
২. নিম্নের কোনটি কোনো সংবাদ সংস্থা নয়--
ক. Yonhap
খ. Xinhua
গ. Smithsonian
ঘ. ITAR-TASS
সমাধান: গ. Smithsonian
৩. কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান?
ক. থিওডোর রুজভেল্ট
খ. আবরাহাম লিংকন
গ. ফ্রাঙ্কলীন ডি. রুজভেল্ট
ঘ. উডরো উইলসন
সমাধান: খ. আবরাহাম লিংকন
৪. কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এ লোকের সাথে আমরা কাজ করতে পারি”?
ক. হেনরী কিসিঞ্জার
খ. চৌ এন লাই
গ. নিকিতা ক্রুসচভ
ঘ. মিখাইল গর্বাচেভ
সমাধান: ঘ. মিখাইল গর্বাচেভ
৫. তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?
ক. শেরপা তেনজিং
খ. অশো
গ. পঞ্চেন লামা
ঘ. দালাই লামা
সমাধান: ঘ. দালাই লামা

৬. আংকর ওয়াট কোন দেশে?
ক. বলিভিয়া
খ. ক্যাম্বোডিয়া
গ. থাইল্যান্ড
ঘ. লাওস
সমাধান: খ. ক্যাম্বোডিয়া

৭. আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে?
ক. ইরাক
খ. লেবানন
গ. সিরিয়া
ঘ. ইরান
সমাধান: গ. সিরিয়া

৮. বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. পল এ্যালেন
খ. স্টিভ জবস
গ. পল ব্রেনার্ড
ঘ. জন ব্যাকাস
সমাধান: ক. পল এ্যালেন

৯. Great Leap Forward ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচীটির প্রবক্তা হচ্ছেন ?
ক. দেং শিয়াও পিং
খ. মাও সে তুঙ
গ. হু জিনতাও
ঘ. চৌ এন লাই
সমাধান: খ. মাও সে তুঙ

১০. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?
ক. স্যার আইজ্যাক নিউটন
খ. আলবার্ট আইনস্টাইন
গ. আলেকজান্ডার গ্রাহাম বেল
ঘ. মেরি কুরি
সমাধান: ঘ. মেরি কুরি

১১. মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত ?
ক. বেসবল
খ. বাস্কেটবল
গ. ফুটবল
ঘ. রাগবি
উত্তর : খ. বাস্কেটবল

১২. মালদ্বীপের প্রধান ভাষা -
ক. হিন্দী
খ. মালয়
গ. আরবী
ঘ. ধীভেহী
উত্তর : ঘ. ধীভেহী

১৩. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করে ?
ক. ভারত
খ. ইসরায়েল
গ. আয়ারল্যান্ড
ঘ. শ্রীলংকা
উত্তর : ঘ. শ্রীলংকা

১৪. ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম -
ক. ওয়েস্টমিন্সটার
খ. হাউজ অব লর্ডস
গ. হাউজ অব কমন্স
ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভ
উত্তর : ক. ওয়েস্টমিন্সটার

১৫. ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে -
ক. নবম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
খ. দশম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
ঘ. দ্বাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
উত্তর : গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট

১৬. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন ?
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী
খ. ব্রিটিশ বিরোধী দলীয় নেতা
গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার
ঘ. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
উত্তর : গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার

১৭. ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা প্রাক্তন কোন রাজ্যের অন্তর্গত ছিল -
ক. মধ্যপ্রদেশ
খ.অন্ধ্র প্রদেশ
গ. ছত্তিশগড়
ঘ. কর্ণাটক
উত্তর : খ.অন্ধ্র প্রদেশ

১৮. ভূটানের রাষ্ট্রীয় ফুল কি ?
ক. নীল পপি
খ. লাল গোলাপ
গ. পদ্ম
ঘ. লিলি
উত্তর : ক. নীল পপি

১৯. পোলান্ডের মুদ্রার নাম :
ক. পেসো
খ. জলটি
গ. করুনা
ঘ. ইউরো
উত্তর : খ. জলটি

২০. আরব বসন্তের সূচনা হয় -
ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়
খ. মার্চ ২০১১, মরক্কোয়
গ. জানুয়ারি ২০১২, মিশরে
ঘ. জুন ২০১২, বাহরাইনে
উত্তর : ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়

২১. কোন ব্রিটিশ সমরপদকটি সর্বোচ্চ মর্যাদার ?
ক. অর্ডার অব দ্যা ব্রিটিশ
খ. ভিকটোরিয়া ক্রস
গ. মিলিটারী ক্রস
ঘ. মিলিটারী মেডেল
উত্তর : খ. ভিকটোরিয়া ক্রস

২২. স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত -
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভূমধ্যসাগর
গ. দক্ষিণ চীন সাগর
ঘ. ভারত মহাসাগর
উত্তর : গ. দক্ষিণ চীন সাগর

২৩. কোন সনের কৃষ্ণ সোমবারে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয় ?
ক. ১৯৮৭
খ. ১৯৯৯
গ. ১৯৩০
ঘ. ২০০৭
উত্তর : ক. ১৯৮৭

২৪. প্রাক্তন সিআইএ এজেন্ট এডোয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার যে গোপন কর্মসূচীর কথা দেন -
ক. প্রিজম
খ. রেইনবো
গ. ফেসবুক
ঘ. উইকিলিকস
উত্তর : ক. প্রিজম

২৫. মাদাগাসকারের রাজধানীর নাম :
ক. আনতানানারিভো
খ. পারামারিবো
গ. মাসেরু
ঘ. আস্তানা
উত্তর : ক. আনতানানারিভো
[ Read More ]

সাকিব চমকে কলকাতার জয়

দিল্লি ডেয়ারডেভিলস: ১৬০/৫ (২০ওভার)  কলকাতা  নাইট রাইডার্স: ১৬১/২ (১৮.২ ওভার)  ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স৷  বিপক্ষ দলকে সাকিবের রান দেয়ার কিপ্টেমি আর গৌতম গম্ভীরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় পেয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়ায় ৬ পয়েন্ট ও বোনাস নিয়ে আইপিএলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি।  বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেলিস।  কলকাতার পক্ষে অসাধারণ বল করেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন।  একের পর এক ম্যাচ হার৷ আমিরশাহী পর্ব কেটে যাওয়ার পরেও যেন কোনও মুনির অভিশাপই ভর করেছিল নাইটদের৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে বিনা উইকেটে ১২৪ রান করার পর মাত্র ২ রানে ৬ উইকেট হারিয়ে প্রায় স্যুইসাইড করেছিলেন উথাপ্পা-ইউসুফরা৷ ওই ম্যাচ হারার পর নাইটদের কাছে এখন আর একটা ভুল করারও সুযোগ নেই কারণ প্লে-অফে যেতে হলে বাকি সাতটা ম্যাচের মধ্যে সাতটাতেই জিততে হবে তাদের৷ এই অবস্থায় বুধবার খেলতে নেমে বিপক্ষকে এক চুলও জমি ছাড়তে নারাজ ছিলেন গম্ভীররা৷ এদিন নাইটদের মাঠে দেখে মনে হয়েছিল, প্রতিপক্ষ যেই হোক আজকে তাঁদেরই দিন৷‘ বাংলা বনাম কলকাতা’ যুদ্ধে শেষপর্যন্ত জয় হল কলকাতারই৷ দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে অনায়াসে আট উইকেটে ম্যাচ জিতল গম্ভীররা৷  সাতটা ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি নাইট রাইডার্স৷ এমন অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল শাহরুখ খানের দলের বিরুদ্ধে৷ এদিন দিল্লির বিরুদ্ধে দলে মাত্র একটি বদল হলেও, মোক্ষম বদলটি করেছিলেন গম্ভীর৷ ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার অ্যান্দ্রে রাসেলের জায়গায় এদিন দলে ফিরলেন জ্যাক কালিস৷ ৪ ওভারে ৩৮ রান দিয়ে মাত্র একটি উইকেট নিলেও ডেথ ওভারে খারাপ বল করেননি এই প্রোটিয়া অলরাউন্ডার৷  দলের এক নম্বর বোলার সুনীল নারিন অবশ্য এদিন ভালমতোই মার খেয়ে যান৷ বাংলার লক্ষ্মীরতন শুক্লার স্টাম্প ছিটকে দিলেও ৪ ওভারে এদিন ৩৮ রান দিয়েছেন নারিন৷ আবুধাবিতে ডুমিনি ঝড়ের সামনে উড়ে গিয়েছিলেন নাইটরা৷ এদিন কেকেআর বোলারদের সামনে পেয়ে আবার নিজের মারমুখী ব্যাটিং শুরু করেছিলেন ডুমিনি (৪০ নট আউট)৷ কেদার যাদবকে সঙ্গে নিয়ে দলের রানকে ১৬০ রানেও পৌঁছে দিতে সফল তিনি৷ কিন্তু দিল্লি বোলাররা যে  পরে এমন হতাশ করবে, সেটা হয়তো একেবারেই আশা করেননি দিল্লিবাসী৷এই নিয়ে নিজেদের মাঠে টানা দুটো ম্যাচ হারলেন পিটারসেনরা৷  নাইটদের জন্য একটা অবশ্যই ভাল খবর, অধিনায়ক গম্ভীরের রানের মধ্যে ফেরা৷ গত ম্যাচের পর এই ম্যাচেও হাফ-সেঞ্চুরি করলেন তিনি৷ তবে আমেদাবাদে হারের থেকে শিক্ষা নিয়ে এদিন যেন আরও বেশি সতর্ক ছিলেন নাইট ব্যাটসম্যানরা৷ গম্ভীর (৬৯) এবং উথাপ্পা (৪৭) করে আউট হওয়ার পর, দলের বাকি কাজটা করে দেন মনীশ পাণ্ডে (২৩ নট আউট) এবং জ্যাক কালিস (১০ নট আউট)৷ গম্ভীরদের এবার পরের ম্যাচ রবিবার শক্তিশালী কিংস ইলেভেনের বিরুদ্ধে৷ কটকে নিজেদের হোম ম্যাচে জিততে পারলে কিন্তু প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন ট্রেভর বেইলিসের দল৷
https://www.facebook.com/ebookworld24দিল্লি ডেয়ারডেভিলস: ১৬০/৫ (২০ওভার)

কলকাতা  নাইট রাইডার্স: ১৬১/২ (১৮.২ ওভার)

৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স৷

বিপক্ষ দলকে সাকিবের রান দেয়ার কিপ্টেমি আর গৌতম গম্ভীরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় পেয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়ায় ৬ পয়েন্ট ও বোনাস নিয়ে আইপিএলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি।

বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেলিস।

কলকাতার পক্ষে অসাধারণ বল করেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন।

একের পর এক ম্যাচ হার৷ আমিরশাহী পর্ব কেটে যাওয়ার পরেও যেন কোনও মুনির অভিশাপই ভর করেছিল নাইটদের৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে বিনা উইকেটে ১২৪ রান করার পর মাত্র ২ রানে ৬ উইকেট হারিয়ে প্রায় স্যুইসাইড করেছিলেন উথাপ্পা-ইউসুফরা৷ ওই ম্যাচ হারার পর নাইটদের কাছে এখন আর একটা ভুল করারও সুযোগ নেই কারণ প্লে-অফে যেতে হলে বাকি সাতটা ম্যাচের মধ্যে সাতটাতেই জিততে হবে তাদের৷ এই অবস্থায় বুধবার খেলতে নেমে বিপক্ষকে এক চুলও জমি ছাড়তে নারাজ ছিলেন গম্ভীররা৷ এদিন নাইটদের মাঠে দেখে মনে হয়েছিল, প্রতিপক্ষ যেই হোক আজকে তাঁদেরই দিন৷‘ বাংলা বনাম কলকাতা’ যুদ্ধে শেষপর্যন্ত জয় হল কলকাতারই৷ দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে অনায়াসে আট উইকেটে ম্যাচ জিতল গম্ভীররা৷

সাতটা ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি নাইট রাইডার্স৷ এমন অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল শাহরুখ খানের দলের বিরুদ্ধে৷ এদিন দিল্লির বিরুদ্ধে দলে মাত্র একটি বদল হলেও, মোক্ষম বদলটি করেছিলেন গম্ভীর৷ ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার অ্যান্দ্রে রাসেলের জায়গায় এদিন দলে ফিরলেন জ্যাক কালিস৷ ৪ ওভারে ৩৮ রান দিয়ে মাত্র একটি উইকেট নিলেও ডেথ ওভারে খারাপ বল করেননি এই প্রোটিয়া অলরাউন্ডার৷

দলের এক নম্বর বোলার সুনীল নারিন অবশ্য এদিন ভালমতোই মার খেয়ে যান৷ বাংলার লক্ষ্মীরতন শুক্লার স্টাম্প ছিটকে দিলেও ৪ ওভারে এদিন ৩৮ রান দিয়েছেন নারিন৷ আবুধাবিতে ডুমিনি ঝড়ের সামনে উড়ে গিয়েছিলেন নাইটরা৷ এদিন কেকেআর বোলারদের সামনে পেয়ে আবার নিজের মারমুখী ব্যাটিং শুরু করেছিলেন ডুমিনি (৪০ নট আউট)৷ কেদার যাদবকে সঙ্গে নিয়ে দলের রানকে ১৬০ রানেও পৌঁছে দিতে সফল তিনি৷ কিন্তু দিল্লি বোলাররা যে  পরে এমন হতাশ করবে, সেটা হয়তো একেবারেই আশা করেননি দিল্লিবাসী৷এই নিয়ে নিজেদের মাঠে টানা দুটো ম্যাচ হারলেন পিটারসেনরা৷

নাইটদের জন্য একটা অবশ্যই ভাল খবর, অধিনায়ক গম্ভীরের রানের মধ্যে ফেরা৷ গত ম্যাচের পর এই ম্যাচেও হাফ-সেঞ্চুরি করলেন তিনি৷ তবে আমেদাবাদে হারের থেকে শিক্ষা নিয়ে এদিন যেন আরও বেশি সতর্ক ছিলেন নাইট ব্যাটসম্যানরা৷ গম্ভীর (৬৯) এবং উথাপ্পা (৪৭) করে আউট হওয়ার পর, দলের বাকি কাজটা করে দেন মনীশ পাণ্ডে (২৩ নট আউট) এবং জ্যাক কালিস (১০ নট আউট)৷ গম্ভীরদের এবার পরের ম্যাচ রবিবার শক্তিশালী কিংস ইলেভেনের বিরুদ্ধে৷ কটকে নিজেদের হোম ম্যাচে জিততে পারলে কিন্তু প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন ট্রেভর বেইলিসের দল৷ - See more at: http://sangbad24.net/single.php?id=4616#sthash.NMthurMt.dpuf

দিল্লি ডেয়ারডেভিলস: ১৬০/৫ (২০ওভার)

কলকাতা  নাইট রাইডার্স: ১৬১/২ (১৮.২ ওভার)

৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স৷

বিপক্ষ দলকে সাকিবের রান দেয়ার কিপ্টেমি আর গৌতম গম্ভীরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় পেয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়ায় ৬ পয়েন্ট ও বোনাস নিয়ে আইপিএলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি।

বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেলিস।

কলকাতার পক্ষে অসাধারণ বল করেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন।

একের পর এক ম্যাচ হার৷ আমিরশাহী পর্ব কেটে যাওয়ার পরেও যেন কোনও মুনির অভিশাপই ভর করেছিল নাইটদের৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে বিনা উইকেটে ১২৪ রান করার পর মাত্র ২ রানে ৬ উইকেট হারিয়ে প্রায় স্যুইসাইড করেছিলেন উথাপ্পা-ইউসুফরা৷ ওই ম্যাচ হারার পর নাইটদের কাছে এখন আর একটা ভুল করারও সুযোগ নেই কারণ প্লে-অফে যেতে হলে বাকি সাতটা ম্যাচের মধ্যে সাতটাতেই জিততে হবে তাদের৷ এই অবস্থায় বুধবার খেলতে নেমে বিপক্ষকে এক চুলও জমি ছাড়তে নারাজ ছিলেন গম্ভীররা৷ এদিন নাইটদের মাঠে দেখে মনে হয়েছিল, প্রতিপক্ষ যেই হোক আজকে তাঁদেরই দিন৷‘ বাংলা বনাম কলকাতা’ যুদ্ধে শেষপর্যন্ত জয় হল কলকাতারই৷ দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে অনায়াসে আট উইকেটে ম্যাচ জিতল গম্ভীররা৷

সাতটা ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি নাইট রাইডার্স৷ এমন অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল শাহরুখ খানের দলের বিরুদ্ধে৷ এদিন দিল্লির বিরুদ্ধে দলে মাত্র একটি বদল হলেও, মোক্ষম বদলটি করেছিলেন গম্ভীর৷ ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার অ্যান্দ্রে রাসেলের জায়গায় এদিন দলে ফিরলেন জ্যাক কালিস৷ ৪ ওভারে ৩৮ রান দিয়ে মাত্র একটি উইকেট নিলেও ডেথ ওভারে খারাপ বল করেননি এই প্রোটিয়া অলরাউন্ডার৷

দলের এক নম্বর বোলার সুনীল নারিন অবশ্য এদিন ভালমতোই মার খেয়ে যান৷ বাংলার লক্ষ্মীরতন শুক্লার স্টাম্প ছিটকে দিলেও ৪ ওভারে এদিন ৩৮ রান দিয়েছেন নারিন৷ আবুধাবিতে ডুমিনি ঝড়ের সামনে উড়ে গিয়েছিলেন নাইটরা৷ এদিন কেকেআর বোলারদের সামনে পেয়ে আবার নিজের মারমুখী ব্যাটিং শুরু করেছিলেন ডুমিনি (৪০ নট আউট)৷ কেদার যাদবকে সঙ্গে নিয়ে দলের রানকে ১৬০ রানেও পৌঁছে দিতে সফল তিনি৷ কিন্তু দিল্লি বোলাররা যে  পরে এমন হতাশ করবে, সেটা হয়তো একেবারেই আশা করেননি দিল্লিবাসী৷এই নিয়ে নিজেদের মাঠে টানা দুটো ম্যাচ হারলেন পিটারসেনরা৷

নাইটদের জন্য একটা অবশ্যই ভাল খবর, অধিনায়ক গম্ভীরের রানের মধ্যে ফেরা৷ গত ম্যাচের পর এই ম্যাচেও হাফ-সেঞ্চুরি করলেন তিনি৷ তবে আমেদাবাদে হারের থেকে শিক্ষা নিয়ে এদিন যেন আরও বেশি সতর্ক ছিলেন নাইট ব্যাটসম্যানরা৷ গম্ভীর (৬৯) এবং উথাপ্পা (৪৭) করে আউট হওয়ার পর, দলের বাকি কাজটা করে দেন মনীশ পাণ্ডে (২৩ নট আউট) এবং জ্যাক কালিস (১০ নট আউট)৷ গম্ভীরদের এবার পরের ম্যাচ রবিবার শক্তিশালী কিংস ইলেভেনের বিরুদ্ধে৷ কটকে নিজেদের হোম ম্যাচে জিততে পারলে কিন্তু প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন ট্রেভর বেইলিসের দল৷
- See more at: http://sangbad24.net/single.php?id=4616#sthash.NMthurMt.dpuf

দিল্লি ডেয়ারডেভিলস: ১৬০/৫ (২০ওভার)

কলকাতা  নাইট রাইডার্স: ১৬১/২ (১৮.২ ওভার)

৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স৷

বিপক্ষ দলকে সাকিবের রান দেয়ার কিপ্টেমি আর গৌতম গম্ভীরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় পেয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়ায় ৬ পয়েন্ট ও বোনাস নিয়ে আইপিএলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি।

বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেলিস।

কলকাতার পক্ষে অসাধারণ বল করেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন।

একের পর এক ম্যাচ হার৷ আমিরশাহী পর্ব কেটে যাওয়ার পরেও যেন কোনও মুনির অভিশাপই ভর করেছিল নাইটদের৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে বিনা উইকেটে ১২৪ রান করার পর মাত্র ২ রানে ৬ উইকেট হারিয়ে প্রায় স্যুইসাইড করেছিলেন উথাপ্পা-ইউসুফরা৷ ওই ম্যাচ হারার পর নাইটদের কাছে এখন আর একটা ভুল করারও সুযোগ নেই কারণ প্লে-অফে যেতে হলে বাকি সাতটা ম্যাচের মধ্যে সাতটাতেই জিততে হবে তাদের৷ এই অবস্থায় বুধবার খেলতে নেমে বিপক্ষকে এক চুলও জমি ছাড়তে নারাজ ছিলেন গম্ভীররা৷ এদিন নাইটদের মাঠে দেখে মনে হয়েছিল, প্রতিপক্ষ যেই হোক আজকে তাঁদেরই দিন৷‘ বাংলা বনাম কলকাতা’ যুদ্ধে শেষপর্যন্ত জয় হল কলকাতারই৷ দিল্লির ১৬১ রান তাড়া করতে নেমে অনায়াসে আট উইকেটে ম্যাচ জিতল গম্ভীররা৷

সাতটা ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি নাইট রাইডার্স৷ এমন অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল শাহরুখ খানের দলের বিরুদ্ধে৷ এদিন দিল্লির বিরুদ্ধে দলে মাত্র একটি বদল হলেও, মোক্ষম বদলটি করেছিলেন গম্ভীর৷ ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার অ্যান্দ্রে রাসেলের জায়গায় এদিন দলে ফিরলেন জ্যাক কালিস৷ ৪ ওভারে ৩৮ রান দিয়ে মাত্র একটি উইকেট নিলেও ডেথ ওভারে খারাপ বল করেননি এই প্রোটিয়া অলরাউন্ডার৷

দলের এক নম্বর বোলার সুনীল নারিন অবশ্য এদিন ভালমতোই মার খেয়ে যান৷ বাংলার লক্ষ্মীরতন শুক্লার স্টাম্প ছিটকে দিলেও ৪ ওভারে এদিন ৩৮ রান দিয়েছেন নারিন৷ আবুধাবিতে ডুমিনি ঝড়ের সামনে উড়ে গিয়েছিলেন নাইটরা৷ এদিন কেকেআর বোলারদের সামনে পেয়ে আবার নিজের মারমুখী ব্যাটিং শুরু করেছিলেন ডুমিনি (৪০ নট আউট)৷ কেদার যাদবকে সঙ্গে নিয়ে দলের রানকে ১৬০ রানেও পৌঁছে দিতে সফল তিনি৷ কিন্তু দিল্লি বোলাররা যে  পরে এমন হতাশ করবে, সেটা হয়তো একেবারেই আশা করেননি দিল্লিবাসী৷এই নিয়ে নিজেদের মাঠে টানা দুটো ম্যাচ হারলেন পিটারসেনরা৷

নাইটদের জন্য একটা অবশ্যই ভাল খবর, অধিনায়ক গম্ভীরের রানের মধ্যে ফেরা৷ গত ম্যাচের পর এই ম্যাচেও হাফ-সেঞ্চুরি করলেন তিনি৷ তবে আমেদাবাদে হারের থেকে শিক্ষা নিয়ে এদিন যেন আরও বেশি সতর্ক ছিলেন নাইট ব্যাটসম্যানরা৷ গম্ভীর (৬৯) এবং উথাপ্পা (৪৭) করে আউট হওয়ার পর, দলের বাকি কাজটা করে দেন মনীশ পাণ্ডে (২৩ নট আউট) এবং জ্যাক কালিস (১০ নট আউট)৷ গম্ভীরদের এবার পরের ম্যাচ রবিবার শক্তিশালী কিংস ইলেভেনের বিরুদ্ধে৷ কটকে নিজেদের হোম ম্যাচে জিততে পারলে কিন্তু প্লে অফ যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন ট্রেভর বেইলিসের দল৷
- See more at: http://sangbad24.net/single.php?id=4616#sthash.NMthurMt.dpuf
[ Read More ]