ঢাকা বিশ্ববিদ্যালয় 'ঘ' ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান |
* বাংলাদেশ বিষয়াবলী
------------------------------ -------
১. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে করেছিলেন?
ক. তমিজউদ্দীন খান
খ. সৈয়দ আজমত খান
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. মনোরঞ্জন ধর
উত্তর : গ. ধীরেন্দ্রনাথ দত্ত
২. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?
ক. অর্থ
খ. ডাক ও টেলিযোগাযোগ
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ. পররাষ্ট্র
উত্তর : ডাক ও টেলিযোগাযোগ
৩. বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য এর নাম কি?
ক. ভাষার কথা
খ. ভাষার স্বাধীনতা
গ. মোদের আশা
ঘ. মোদের গরব
উত্তর : ঘ. মোদের গরব
৪. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
ক. ১৯৭৭
খ. ১৯৯৬
গ. ১৯৮১
ঘ. ১৯৮৮
উত্তর : ঘ. ১৯৮৮
৫. সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে্ । ডেমু শব্দের অর্থ কি?
ক. ডিজেল ইলেকট্রিক এন্ড মেকানিক্যাল ইউনিট
খ. ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
গ. ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট
ঘ. ডিজেল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট
উত্তর : ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
৬. ’ নিপোর্ট’(NIPORT)কোন বিষয়ের সাথে জড়িত?
ক. সমুদ্র বন্দর
খ. পরমাণু বিজ্ঞান
গ. জনসংখ্যা
ঘ. কোনটিই নয়
উত্তর : গ. জনসংখ্যা
৭. ‘ বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মু্ক্তিযোদ্ধা হলেন-
ক. জাহানারা ইমাম
খ. কাঁকন বিবি
গ. ফেরদৌসী প্রিয়ভাষিণী
ঘ. তারামন বিবি
উত্তর : ঘ. তারামন বিবি
৮. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
ক. মিজোরাম
খ. মেঘালয়
গ. ত্রিপুরা
ঘ. মায়ানমার
উত্তর : খ. মেঘালয়
৯. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?
ক. জর্জ হ্যারিসন
খ. সাইমন ড্রিং
গ. পন্ডিত রবি শংকর
ঘ. এদের সবাই
উত্তর : ঘ. এদের সবাই
১০. ১৯৭৪ সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ’ডক্টর অব লিটারেচার’ ডিগ্রী দেয়া হয়?
ক. স্যার যদুনাথ সরকার
খ. শর চন্দ্র চট্টপাধ্যায়
গ. কবি কাজী নজরুল ইসলাম
ঘ. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
উত্তর : গ. কবি কাজী নজরুল ইসলাম
১১. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
ক. ২৪ এপ্রিল
খ. ২ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তর : খ. ২ মার্চ
১২. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৩০ জুন
খ. ১ জুলাই
গ. ১৭ সেপ্টেম্বর
ঘ. ১১ ডিসেম্বর
উত্তর : খ. ১ জুলাই
১৩. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. ভূটান
ঘ. মালয়েশিয়া
উত্তর : গ. ভূটান
১৪. ‘ম্যাডোনা ৪৩’ চিত্রকর্মের শিল্পী কে?
ক. কামরুল হাসান
খ. মোহাম্মদ কিবরিয়া
গ. এস এম সুলতান
ঘ. জয়নুল আবেদীন
উত্তর : ঘ. জয়নুল আবেদীন
১৫. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?
ক. বিঝু
খ. ওয়ানগালা
গ. সান্দ্রে
ঘ. সাংগ্রাই
উত্তর : খ. ওয়ানগালা
১৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?
ক. ওরা ১১ জন
খ. হুলিয়া
গ. মু্ক্তির গান
ঘ. লেট দেয়ার বি লাইট
উত্তর : গ. মু্ক্তির গান
১৭. সর্বপ্রথম বাংলা Search engine- এর নাম কি?
ক. গুগল বাংলা
খ. ঘাস ফড়িং
গ. পিপিলিকা
ঘ. কোনটিই নয়
উত্তর : গ. পিপিলিকা
১৮. ‘গনডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?
ক. দিনাজপুর
খ. বাগেরহাট
গ. কক্সবাজার
ঘ. নোয়াখালী
উত্তর : ক. দিনাজপুর
১৯. বিজ্ঞানী ড: মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?
ক. তেজস্ক্রিয় বালি
খ. জীবাশ্ম কয়লা
গ. পাটের জীবন রহস্য
ঘ. কীটনাশক
উত্তর : গ. পাটের জীবন রহস্য
২০. কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?
ক. চাকমা
খ. গারো
গ. হাজং
ঘ. মারমা
উত্তর : খ. গারো
২১. বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি?
ক. জাইকা
খ. ইউ এন ডি পি
গ. বিশ্ব ব্যাংক
ঘ. আই এম এফ
উত্তর : গ. বিশ্ব ব্যাংক
২২. রাজশাহীর আদি নাম কি ছিল?
ক. সমতট
খ. রামপুর বোয়ালিয়া
গ. হরিকেল
ঘ. মহাস্থানগড়
উত্তর : খ. রামপুর বোয়ালিয়া
২৩. ‘মুরাইছড়া’ ইকো-পার্ক কোথায়?
ক. খাগড়াছড়ি
খ. নলিতাবাড়ী
গ. বড়লেখা
ঘ. কালিয়া
উত্তর : বড়লেখা
২৪. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?
ক. লাউয়াছড়া
খ. সুন্দরবন
গ. ভাওয়াল জাতীয় উদ্যান
ঘ. মধুপুর
উত্তর : খ. সুন্দরবন
২৫. বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?
ক. ২৬০০
খ. ৮৫০০
গ. ৩৬৭০
ঘ. ৫৫৩০
উত্তর : ক. ২৬০০
*আন্তর্জাতিক বিষয়াবলী
------------------------------ -------
১. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?
ক. নীল ও লাল
খ. নীল ও সাদা
গ. লাল ও সাদা
ঘ. সবুজ ও সাদা
সমাধান: খ. নীল ও সাদা
২. নিম্নের কোনটি কোনো সংবাদ সংস্থা নয়--
ক. Yonhap
খ. Xinhua
গ. Smithsonian
ঘ. ITAR-TASS
সমাধান: গ. Smithsonian
৩. কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান?
ক. থিওডোর রুজভেল্ট
খ. আবরাহাম লিংকন
গ. ফ্রাঙ্কলীন ডি. রুজভেল্ট
ঘ. উডরো উইলসন
সমাধান: খ. আবরাহাম লিংকন
৪. কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এ লোকের সাথে আমরা কাজ করতে পারি”?
ক. হেনরী কিসিঞ্জার
খ. চৌ এন লাই
গ. নিকিতা ক্রুসচভ
ঘ. মিখাইল গর্বাচেভ
সমাধান: ঘ. মিখাইল গর্বাচেভ
৫. তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?
ক. শেরপা তেনজিং
খ. অশো
গ. পঞ্চেন লামা
ঘ. দালাই লামা
সমাধান: ঘ. দালাই লামা
৬. আংকর ওয়াট কোন দেশে?
ক. বলিভিয়া
খ. ক্যাম্বোডিয়া
গ. থাইল্যান্ড
ঘ. লাওস
সমাধান: খ. ক্যাম্বোডিয়া
৭. আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে?
ক. ইরাক
খ. লেবানন
গ. সিরিয়া
ঘ. ইরান
সমাধান: গ. সিরিয়া
৮. বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. পল এ্যালেন
খ. স্টিভ জবস
গ. পল ব্রেনার্ড
ঘ. জন ব্যাকাস
সমাধান: ক. পল এ্যালেন
৯. Great Leap Forward ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচীটির প্রবক্তা হচ্ছেন ?
ক. দেং শিয়াও পিং
খ. মাও সে তুঙ
গ. হু জিনতাও
ঘ. চৌ এন লাই
সমাধান: খ. মাও সে তুঙ
১০. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?
ক. স্যার আইজ্যাক নিউটন
খ. আলবার্ট আইনস্টাইন
গ. আলেকজান্ডার গ্রাহাম বেল
ঘ. মেরি কুরি
সমাধান: ঘ. মেরি কুরি
১১. মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত ?
ক. বেসবল
খ. বাস্কেটবল
গ. ফুটবল
ঘ. রাগবি
উত্তর : খ. বাস্কেটবল
১২. মালদ্বীপের প্রধান ভাষা -
ক. হিন্দী
খ. মালয়
গ. আরবী
ঘ. ধীভেহী
উত্তর : ঘ. ধীভেহী
১৩. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করে ?
ক. ভারত
খ. ইসরায়েল
গ. আয়ারল্যান্ড
ঘ. শ্রীলংকা
উত্তর : ঘ. শ্রীলংকা
১৪. ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম -
ক. ওয়েস্টমিন্সটার
খ. হাউজ অব লর্ডস
গ. হাউজ অব কমন্স
ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভ
উত্তর : ক. ওয়েস্টমিন্সটার
১৫. ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে -
ক. নবম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
খ. দশম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
ঘ. দ্বাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
উত্তর : গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
১৬. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন ?
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী
খ. ব্রিটিশ বিরোধী দলীয় নেতা
গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার
ঘ. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
উত্তর : গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার
১৭. ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা প্রাক্তন কোন রাজ্যের অন্তর্গত ছিল -
ক. মধ্যপ্রদেশ
খ.অন্ধ্র প্রদেশ
গ. ছত্তিশগড়
ঘ. কর্ণাটক
উত্তর : খ.অন্ধ্র প্রদেশ
১৮. ভূটানের রাষ্ট্রীয় ফুল কি ?
ক. নীল পপি
খ. লাল গোলাপ
গ. পদ্ম
ঘ. লিলি
উত্তর : ক. নীল পপি
১৯. পোলান্ডের মুদ্রার নাম :
ক. পেসো
খ. জলটি
গ. করুনা
ঘ. ইউরো
উত্তর : খ. জলটি
২০. আরব বসন্তের সূচনা হয় -
ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়
খ. মার্চ ২০১১, মরক্কোয়
গ. জানুয়ারি ২০১২, মিশরে
ঘ. জুন ২০১২, বাহরাইনে
উত্তর : ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়
২১. কোন ব্রিটিশ সমরপদকটি সর্বোচ্চ মর্যাদার ?
ক. অর্ডার অব দ্যা ব্রিটিশ
খ. ভিকটোরিয়া ক্রস
গ. মিলিটারী ক্রস
ঘ. মিলিটারী মেডেল
উত্তর : খ. ভিকটোরিয়া ক্রস
২২. স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত -
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভূমধ্যসাগর
গ. দক্ষিণ চীন সাগর
ঘ. ভারত মহাসাগর
উত্তর : গ. দক্ষিণ চীন সাগর
২৩. কোন সনের কৃষ্ণ সোমবারে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয় ?
ক. ১৯৮৭
খ. ১৯৯৯
গ. ১৯৩০
ঘ. ২০০৭
উত্তর : ক. ১৯৮৭
২৪. প্রাক্তন সিআইএ এজেন্ট এডোয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার যে গোপন কর্মসূচীর কথা দেন -
ক. প্রিজম
খ. রেইনবো
গ. ফেসবুক
ঘ. উইকিলিকস
উত্তর : ক. প্রিজম
২৫. মাদাগাসকারের রাজধানীর নাম :
ক. আনতানানারিভো
খ. পারামারিবো
গ. মাসেরু
ঘ. আস্তানা
উত্তর : ক. আনতানানারিভো
* বাংলাদেশ বিষয়াবলী
------------------------------
১. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে করেছিলেন?
ক. তমিজউদ্দীন খান
খ. সৈয়দ আজমত খান
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. মনোরঞ্জন ধর
উত্তর : গ. ধীরেন্দ্রনাথ দত্ত
২. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?
ক. অর্থ
খ. ডাক ও টেলিযোগাযোগ
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ. পররাষ্ট্র
উত্তর : ডাক ও টেলিযোগাযোগ
৩. বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য এর নাম কি?
ক. ভাষার কথা
খ. ভাষার স্বাধীনতা
গ. মোদের আশা
ঘ. মোদের গরব
উত্তর : ঘ. মোদের গরব
৪. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
ক. ১৯৭৭
খ. ১৯৯৬
গ. ১৯৮১
ঘ. ১৯৮৮
উত্তর : ঘ. ১৯৮৮
৫. সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে্ । ডেমু শব্দের অর্থ কি?
ক. ডিজেল ইলেকট্রিক এন্ড মেকানিক্যাল ইউনিট
খ. ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
গ. ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট
ঘ. ডিজেল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিক্যাল ইউনিট
উত্তর : ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
৬. ’ নিপোর্ট’(NIPORT)কোন বিষয়ের সাথে জড়িত?
ক. সমুদ্র বন্দর
খ. পরমাণু বিজ্ঞান
গ. জনসংখ্যা
ঘ. কোনটিই নয়
উত্তর : গ. জনসংখ্যা
৭. ‘ বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত একজন মহিলা মু্ক্তিযোদ্ধা হলেন-
ক. জাহানারা ইমাম
খ. কাঁকন বিবি
গ. ফেরদৌসী প্রিয়ভাষিণী
ঘ. তারামন বিবি
উত্তর : ঘ. তারামন বিবি
৮. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
ক. মিজোরাম
খ. মেঘালয়
গ. ত্রিপুরা
ঘ. মায়ানমার
উত্তর : খ. মেঘালয়
৯. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?
ক. জর্জ হ্যারিসন
খ. সাইমন ড্রিং
গ. পন্ডিত রবি শংকর
ঘ. এদের সবাই
উত্তর : ঘ. এদের সবাই
১০. ১৯৭৪ সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ’ডক্টর অব লিটারেচার’ ডিগ্রী দেয়া হয়?
ক. স্যার যদুনাথ সরকার
খ. শর চন্দ্র চট্টপাধ্যায়
গ. কবি কাজী নজরুল ইসলাম
ঘ. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
উত্তর : গ. কবি কাজী নজরুল ইসলাম
১১. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
ক. ২৪ এপ্রিল
খ. ২ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তর : খ. ২ মার্চ
১২. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৩০ জুন
খ. ১ জুলাই
গ. ১৭ সেপ্টেম্বর
ঘ. ১১ ডিসেম্বর
উত্তর : খ. ১ জুলাই
১৩. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. ভূটান
ঘ. মালয়েশিয়া
উত্তর : গ. ভূটান
১৪. ‘ম্যাডোনা ৪৩’ চিত্রকর্মের শিল্পী কে?
ক. কামরুল হাসান
খ. মোহাম্মদ কিবরিয়া
গ. এস এম সুলতান
ঘ. জয়নুল আবেদীন
উত্তর : ঘ. জয়নুল আবেদীন
১৫. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?
ক. বিঝু
খ. ওয়ানগালা
গ. সান্দ্রে
ঘ. সাংগ্রাই
উত্তর : খ. ওয়ানগালা
১৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?
ক. ওরা ১১ জন
খ. হুলিয়া
গ. মু্ক্তির গান
ঘ. লেট দেয়ার বি লাইট
উত্তর : গ. মু্ক্তির গান
১৭. সর্বপ্রথম বাংলা Search engine- এর নাম কি?
ক. গুগল বাংলা
খ. ঘাস ফড়িং
গ. পিপিলিকা
ঘ. কোনটিই নয়
উত্তর : গ. পিপিলিকা
১৮. ‘গনডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?
ক. দিনাজপুর
খ. বাগেরহাট
গ. কক্সবাজার
ঘ. নোয়াখালী
উত্তর : ক. দিনাজপুর
১৯. বিজ্ঞানী ড: মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?
ক. তেজস্ক্রিয় বালি
খ. জীবাশ্ম কয়লা
গ. পাটের জীবন রহস্য
ঘ. কীটনাশক
উত্তর : গ. পাটের জীবন রহস্য
২০. কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?
ক. চাকমা
খ. গারো
গ. হাজং
ঘ. মারমা
উত্তর : খ. গারো
২১. বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি?
ক. জাইকা
খ. ইউ এন ডি পি
গ. বিশ্ব ব্যাংক
ঘ. আই এম এফ
উত্তর : গ. বিশ্ব ব্যাংক
২২. রাজশাহীর আদি নাম কি ছিল?
ক. সমতট
খ. রামপুর বোয়ালিয়া
গ. হরিকেল
ঘ. মহাস্থানগড়
উত্তর : খ. রামপুর বোয়ালিয়া
২৩. ‘মুরাইছড়া’ ইকো-পার্ক কোথায়?
ক. খাগড়াছড়ি
খ. নলিতাবাড়ী
গ. বড়লেখা
ঘ. কালিয়া
উত্তর : বড়লেখা
২৪. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?
ক. লাউয়াছড়া
খ. সুন্দরবন
গ. ভাওয়াল জাতীয় উদ্যান
ঘ. মধুপুর
উত্তর : খ. সুন্দরবন
২৫. বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?
ক. ২৬০০
খ. ৮৫০০
গ. ৩৬৭০
ঘ. ৫৫৩০
উত্তর : ক. ২৬০০
*আন্তর্জাতিক বিষয়াবলী
------------------------------
১. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?
ক. নীল ও লাল
খ. নীল ও সাদা
গ. লাল ও সাদা
ঘ. সবুজ ও সাদা
সমাধান: খ. নীল ও সাদা
২. নিম্নের কোনটি কোনো সংবাদ সংস্থা নয়--
ক. Yonhap
খ. Xinhua
গ. Smithsonian
ঘ. ITAR-TASS
সমাধান: গ. Smithsonian
৩. কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান?
ক. থিওডোর রুজভেল্ট
খ. আবরাহাম লিংকন
গ. ফ্রাঙ্কলীন ডি. রুজভেল্ট
ঘ. উডরো উইলসন
সমাধান: খ. আবরাহাম লিংকন
৪. কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এ লোকের সাথে আমরা কাজ করতে পারি”?
ক. হেনরী কিসিঞ্জার
খ. চৌ এন লাই
গ. নিকিতা ক্রুসচভ
ঘ. মিখাইল গর্বাচেভ
সমাধান: ঘ. মিখাইল গর্বাচেভ
৫. তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?
ক. শেরপা তেনজিং
খ. অশো
গ. পঞ্চেন লামা
ঘ. দালাই লামা
সমাধান: ঘ. দালাই লামা
৬. আংকর ওয়াট কোন দেশে?
ক. বলিভিয়া
খ. ক্যাম্বোডিয়া
গ. থাইল্যান্ড
ঘ. লাওস
সমাধান: খ. ক্যাম্বোডিয়া
৭. আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে?
ক. ইরাক
খ. লেবানন
গ. সিরিয়া
ঘ. ইরান
সমাধান: গ. সিরিয়া
৮. বিল গেটস-এর সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. পল এ্যালেন
খ. স্টিভ জবস
গ. পল ব্রেনার্ড
ঘ. জন ব্যাকাস
সমাধান: ক. পল এ্যালেন
৯. Great Leap Forward ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচীটির প্রবক্তা হচ্ছেন ?
ক. দেং শিয়াও পিং
খ. মাও সে তুঙ
গ. হু জিনতাও
ঘ. চৌ এন লাই
সমাধান: খ. মাও সে তুঙ
১০. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?
ক. স্যার আইজ্যাক নিউটন
খ. আলবার্ট আইনস্টাইন
গ. আলেকজান্ডার গ্রাহাম বেল
ঘ. মেরি কুরি
সমাধান: ঘ. মেরি কুরি
১১. মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত ?
ক. বেসবল
খ. বাস্কেটবল
গ. ফুটবল
ঘ. রাগবি
উত্তর : খ. বাস্কেটবল
১২. মালদ্বীপের প্রধান ভাষা -
ক. হিন্দী
খ. মালয়
গ. আরবী
ঘ. ধীভেহী
উত্তর : ঘ. ধীভেহী
১৩. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করে ?
ক. ভারত
খ. ইসরায়েল
গ. আয়ারল্যান্ড
ঘ. শ্রীলংকা
উত্তর : ঘ. শ্রীলংকা
১৪. ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম -
ক. ওয়েস্টমিন্সটার
খ. হাউজ অব লর্ডস
গ. হাউজ অব কমন্স
ঘ. হাউস অব রিপ্রেজেন্টেটিভ
উত্তর : ক. ওয়েস্টমিন্সটার
১৫. ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে -
ক. নবম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
খ. দশম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
ঘ. দ্বাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
উত্তর : গ. একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
১৬. লন্ডনের ১১ নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন ?
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী
খ. ব্রিটিশ বিরোধী দলীয় নেতা
গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার
ঘ. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
উত্তর : গ. ব্রিটিশ চ্যান্সলর অব দ্য এক্সচেকার
১৭. ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানা প্রাক্তন কোন রাজ্যের অন্তর্গত ছিল -
ক. মধ্যপ্রদেশ
খ.অন্ধ্র প্রদেশ
গ. ছত্তিশগড়
ঘ. কর্ণাটক
উত্তর : খ.অন্ধ্র প্রদেশ
১৮. ভূটানের রাষ্ট্রীয় ফুল কি ?
ক. নীল পপি
খ. লাল গোলাপ
গ. পদ্ম
ঘ. লিলি
উত্তর : ক. নীল পপি
১৯. পোলান্ডের মুদ্রার নাম :
ক. পেসো
খ. জলটি
গ. করুনা
ঘ. ইউরো
উত্তর : খ. জলটি
২০. আরব বসন্তের সূচনা হয় -
ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়
খ. মার্চ ২০১১, মরক্কোয়
গ. জানুয়ারি ২০১২, মিশরে
ঘ. জুন ২০১২, বাহরাইনে
উত্তর : ক. ডিসেম্বর ২০১০, তিউনিসিয়ায়
২১. কোন ব্রিটিশ সমরপদকটি সর্বোচ্চ মর্যাদার ?
ক. অর্ডার অব দ্যা ব্রিটিশ
খ. ভিকটোরিয়া ক্রস
গ. মিলিটারী ক্রস
ঘ. মিলিটারী মেডেল
উত্তর : খ. ভিকটোরিয়া ক্রস
২২. স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত -
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভূমধ্যসাগর
গ. দক্ষিণ চীন সাগর
ঘ. ভারত মহাসাগর
উত্তর : গ. দক্ষিণ চীন সাগর
২৩. কোন সনের কৃষ্ণ সোমবারে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয় ?
ক. ১৯৮৭
খ. ১৯৯৯
গ. ১৯৩০
ঘ. ২০০৭
উত্তর : ক. ১৯৮৭
২৪. প্রাক্তন সিআইএ এজেন্ট এডোয়ার্ড স্নোডেন মার্কিন সরকারের টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার যে গোপন কর্মসূচীর কথা দেন -
ক. প্রিজম
খ. রেইনবো
গ. ফেসবুক
ঘ. উইকিলিকস
উত্তর : ক. প্রিজম
২৫. মাদাগাসকারের রাজধানীর নাম :
ক. আনতানানারিভো
খ. পারামারিবো
গ. মাসেরু
ঘ. আস্তানা
উত্তর : ক. আনতানানারিভো