ছবিটি জাপানের একটি স্কুলের।
"রিসার্চ অফ জাপান" নামে একটা ফিচার পড়ছিলাম উইকিপিডিয়া তে।
সেখানে তাদের স্কুলের নিয়ম-কানুনের মধ্যে দেখলাম একটি অভিনব
কায়দা!
"জাপানের স্কুল গুলোতে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাদের
পরীক্ষা নেওয়া হয় না। ১০ বছরের আগে বাচ্চাদের
পরীক্ষা নেওয়া জাপানের নিয়মানুযায়ী অবৈধ!"
তাঁরা মনে করে ১০ বছর বয়সের আগে বাচ্চাদের নৈতিক শিক্ষা/
আঁচার-আচরণ/ভদ্রতা/শিষ্টাচার শেখার সময়। এ সময়টা তাঁর জ্ঞান
যাচাই এর না।
তাদের মূল লক্ষ্য-- "Manners is first then knowledge is next"
আমি মনে করি বাংলাদেশেরও উচিৎ শিক্ষার মূল লক্ষ্য এটি হওয়া।
শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপার টা একটু
ভেবে দেখার জন্য।
-- "Think for the future"
(সংগৃহীত)
"রিসার্চ অফ জাপান" নামে একটা ফিচার পড়ছিলাম উইকিপিডিয়া তে।
সেখানে তাদের স্কুলের নিয়ম-কানুনের মধ্যে দেখলাম একটি অভিনব
কায়দা!
"জাপানের স্কুল গুলোতে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাদের
পরীক্ষা নেওয়া হয় না। ১০ বছরের আগে বাচ্চাদের
পরীক্ষা নেওয়া জাপানের নিয়মানুযায়ী অবৈধ!"
তাঁরা মনে করে ১০ বছর বয়সের আগে বাচ্চাদের নৈতিক শিক্ষা/
আঁচার-আচরণ/ভদ্রতা/শিষ্টাচার শেখার সময়। এ সময়টা তাঁর জ্ঞান
যাচাই এর না।
তাদের মূল লক্ষ্য-- "Manners is first then knowledge is next"
আমি মনে করি বাংলাদেশেরও উচিৎ শিক্ষার মূল লক্ষ্য এটি হওয়া।
শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপার টা একটু
ভেবে দেখার জন্য।
-- "Think for the future"
(সংগৃহীত)