অরন্যদেব

Premium Blogger Themes - Starting From $10
#Post Title #Post Title #Post Title

একটি শিশুর জন্য পিতা হচ্ছেন সবচেয়ে বড় শক্তি। পরিবারে একটি শিশু তার নিষ্পাপ চোখে পিতাকে দেখে পরিবারের সবচেয়ে ক্ষমতাধর, জ্ঞানী, স্নেহশীল এবং পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। মেয়ে শিশুরা জীবনের শুরুতেই আদর্শ পুরুষ হিসেবে পিতাকেই বিবেচনা করে। অন্যদিকে ছেলে শিশুরা জীবনের শুরুতে পিতাকে দেখে শক্তির উৎস হিসেবে। তাই ছেলে শিশুরা চায় পিতার মতোই শক্তি অর্জন করতে তথা পরিবারের সর্বময় কর্তা হতে। এছাড়া শিশু যখন বাড়ন্ত অবস্থায় থাকে, তখন পিতা তার মূল্যবান উপদেশ দিয়ে সন্তানদের জীবনের পথ বাতলে দেন।

জার্মান ভাষায় পিতা শব্দটি হচ্ছে "ফ্যাট্যা" আর ড্যানিশ ভাষায় "ফার"। আফ্রিকান ভাষায় ‘ভাদের’ হচ্ছেন পিতা! চীনে ভাষায় চীনারা আবার ‘বাবা’ কেটে ‘বা’ বানিয়ে নিয়েছে! ক্রী (কানাডিয়ান) ভাষায় পিতা হচ্ছেন ‘পাপা’ তেমনি ক্রোয়েশিয়ান এ ‘ওটেক’ ।ভাগ্যিশ! ক্রোয়েশিয়ায় জন্মাই নি! কারণ ওরা পিতাকে ‘ওটেক’ ওটেক বলে! দাঁড়ান আরো আছে, ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পিতা ডাক হচ্ছে ‘পাই’। ডাচ ভাষায় পাপা, ভাডের আর পাপাই এই তিনটি হচ্ছে পিতা ডাক। সবচাইতে বেশী প্রতিশব্দ বোধহয় ইংরেজি ভাষাতেই! ইংরেজরা পিতাকে ডাকেন, ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা! ফিলিপিনো ভাষাও কম যায় না, এই ভাষায় পিতা হচ্ছেন তাতেই, ইতেই, তেয় আর আমা। আমরা কিন্তু পিতাকে আদর করে হিব্রু ভাষাতেও ডাকি! হিব্রু ভাষায় পিতা হচ্ছে ’আব্বাহ্‌’। হিন্দি ভাষার পিতা ডাকটি পিতাজী! আবার ইন্দোনেশিয়ান ভাষায় অর্থাৎ সেই ‘বাহাসা ইন্দোনেশিয়া’য় যদি পিতা ডাকি তাহলে সেটা হবে- বাপা কিংবা আইয়্যাহ! জাপানিরা তাদের ভাষায় পিতাকে ডাকেন- ওতোসান, পাপা। পুর্ব আফ্রিকায় অবশ্য পিতাকে ‘বাবা’ ডাকা হয়! হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও পিতা শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, যেমন- আপা, আপু, এদেসাপা। বাংলা ভাষায় বাবা বা আব্বা।

বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে বাবা দিবস পালন শুরু হয়। আসলে মায়েদের পাশাপাশি পিতারাও যে তাদের সন্তানের প্রতি দ্বায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে।পৃথিবীর সব পিতাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ই জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। আবার, সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের আইডিয়া আসে। যদিও তিনি ১৯০৯ সালে, ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না। ডড এই আইডিয়াটা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে, সেই পুরোহিত আবার মা’কে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তার মনে হয়, তাহলে পিতাদের নিয়েও তো কিছু করা দরকার। ডড আবার তার পিতাকে খুব ভালবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থ্যাৎ ১৯শে জুন, ১৯১০ সালের থেকে বাবা দিবস পালন করা শুরু করেন।

বাবা দিবস বেশ টানাপোড়েনের মধ্য দিয়েই পালিত হতো! আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, বাবা দিবসে মোটেও তেমনটা দেখাতো না, বরং বাবা দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল। ধীরে ধীরে অবস্থা পাল্টায়, ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয়।পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে। যদিও পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও মা দিবসের অনুকরণে দিনটি পালিত হয় বাবা দিবস।

আপাত দৃষ্টিতে অনেকের কাছেই মা দিবস বা বাবা দিবস পালনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। তাই বলে এ ধরনের দিবসগুলো একেবারেই যে অপ্রয়োজনীয়, তেমনটা কিন্তু মোটেও বলা যাবে না। সন্তানের জন্য পিতার ভালোবাসা অসীম। মুঘল সাম্রাজ্যরের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি পিতার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। তিনি সন্তান হুমায়ুনের জীবনের বিনিময়ে নিজের জীবন ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এমন স্বার্থহীন যার ভালোবাসা, সেই পিতাকে সন্তানের খুশির জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়। বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে পিতাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। তাছাড়া বাবা দিবস পালনের ফলে সমাজে এবং পরিবারে পিতাদের যে অবদান তা যে সমাজ এবং নিজের সন্তানরা মূল্যায়ন করছে, এ বিষয়টিও পিতাদের বেশ আনন্দ দেয়। তাছাড়া অনেক সন্তানই আছে, যারা পিতা-মাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয়। মা দিবস বা বাবা দিবস তাদের চোখের সামনের পর্দাটি খুলে ফেলে পিতা-মাতার প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এ ক্ষেত্রে তাই বলা যায়, পারিবারিক বন্ধন দৃঢ় করতে মা দিবস বা বাবা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে। মোটকথা আমাদের পরিবার তথা সমাজে পিতার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলে ধরাই বাবা দিবস পালনের মূল উদ্দেশ্য।
[ Read More ]

২৪ ইঞ্চি পর্দার ট্যাবলেট

২০ ইঞ্চির ডিসপ্লের ট্যাবলটটিতে থাকবে ১৬০০ বাই ৯০০ পিক্সেলের স্ক্রিন, আর ২৪ ইঞ্চি ডিসপ্লেতে থাকবে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের ট্রু এইচডি স্ক্রিন। এ ছাড়াও থাকছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, এনভিডিয়া টেগ্রা ৪ প্রসেসর। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ট্যাবগুলোর ব্লু মরফো অপারেটিং সিস্টেম।
চেকারস, ব্ল্যাকগ্যামন, দাবার মতো ‘কিডস ফ্রেন্ডলি’ গেইমগুলো থাকবে প্রি-ইনস্টলড।। গেইম রুমে আরো থাকবে এয়ার হকি এবং অন্যান্য বোর্ড গেইম। আর শো টাইম ফিচারে আছে ডিজনি, কার্টুন নেটওয়ার্ক আর কুকি জার এন্টারটেইনমেন্টের বিভিন্ন প্রি-সিলেক্টেড অ্যাপ আর গেইম খেলার সুযোগ। ‘স্টোরি টাইমে’ থাকবে বাচ্চাদের জন্য ৩৫টি ইন্টর্যাকটিভ ই-বুক। আর আঁকাআকি করার জন্য আছে ‘বিগ ক্যানভাস’।
তবে ট্যাবলেটগুলো যে শুধু বাচ্চাদের জন্য তা মোটেই নয়। শিশুদের ইউজার ইন্টারফেইসটি লক করে রেখে ‘বিগ ট্যাব’ পুরোবস্তুর অ্যান্ড্রয়েড ট্যাবের মতো ব্যবহার করতে পারবেন অভিভাবকরা।
২০ ইঞ্চির ট্যাবলেটগুলোর দাম পড়বে ৪৪৯ ডলার আর ২৪ ইঞ্চির ট্যাবলেটগুলোর দাম পড়বে ৫৪৯ ডলার।
[ Read More ]

Keyboard Shorcuts (Microsoft Windows) জেনে নিন কি-বোর্ডের শর্টকাট



1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

Dialog Box – Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)

MMC COnsole Windows Shortcut keys
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )
[ Read More ]

SSC Result 2014

[ Read More ]

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান (English )

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান (English )

 

1. The antonym for ‘delicious’ is:
A. appetizing
B. scrumptious
C. displeasing
D. dainty
E. toothsome
Answer: C. displeasing
2. A dolphin ------- a porpoise in that it has longer nose.
A. different
B. differs
C. different from
D. differs from
E. differs than
Answer: D. differs from
3. The people of Quebec have been considering -------- themselves from the rest of Canada.
A. to separate
B. separating
C. separated
D. separate
E. to be separated
Answer: A. to separate
4. ‘A piece of cake’ means
A. A task that can be accomplished very easily
B. A very mild punishment
C. A result that is still unclear and can go either way
D. A hidden or secret strength
E. A kind, innocent and mild mannered person
Answer: A. A task that can be accomplished very easily
5. Identify one of the underlined words or phrases that must be changed in order for the sentence to be correct:
He made me sit down, and he was tying the string of the new rubber apron tightly around my neck, and
A B C D
combed up my hair.
E
Answer: B
6. Taking the time to eat a good breakfast is a simple way to make the morning ________________ and the day ______________.
A. best, easiest
B. ease, easy
C. easy, easier
D. better, easer
E. well, at ease
Answer: C. easy, easier
7. He was happy to be ------- friends.
A. between
B. middle of
C. along
D. into
E. among
Answer: E. among
thanks to mystydynews

 

 

[ Read More ]

এক্সপির সেই জনপ্রিয় ছবির নেপথ্যে


এক্সপির সেই জনপ্রিয় ছবির নেপথ্যে


উইন্ডোজ এক্সপির জনপ্রিয় ওয়ালপেপারটির গল্প হয়তো অনেকেরই জানা আছে। কিন্তু মাইক্রোসফট আবারও একটি ভিডিওচিত্রের মাধ্যমে সবুজ পাহাড় আর হালকা মেঘাচ্ছন্ন উইন্ডোজ এক্সপির ব্যাকগ্রাউন্ড ছবিটির কথা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে।
বিশ্বের এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারী তাদের কম্পিউটার চালু করা মাত্রই ‘আইকনিক’ সেই ছবিটি দেখতে পান। অনেকেই মনে করেন, মাইক্রোসফটের ব্যবহার-বান্ধব সর্বশেষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক্সপি।
গত ৮ এপ্রিল এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য কারিগরি সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। তবে মাইক্রোসফট এক্সপি থেকে তাদের সহযোগিতা সরিয়ে নিলেও বিশ্বের অনেক কম্পিউটারেই এক যুগ আগের সেই এক্সপি রয়ে গেছে। বিশ্বের প্রায় ৩০ শতাংশ কম্পিউটারে এখনও এক্সপি ব্যবহূত হচ্ছে।
গত সপ্তাহে মাইক্রোসফট কর্তৃপক্ষ ইউটিউবে নয় মিনিটের একটি ভিডিও উন্মুক্ত করেছে, যে ভিডিওতে বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা ছবির গল্প উঠে এসেছে।
১৯৯৬ সালে এই বিখ্যাত ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী চার্লস ও’রিয়ার। তবে ছবিটি ২০০১ সালে এক্সপি অপারেটিং সিস্টেম উন্মুক্ত হওয়ার পর বিখ্যাত হয়ে ওঠে। ও’রিয়ারের কাছ থেকে এ ছবি কিনেছিল মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রকাশিত ভিডিওচিত্রে চার্লস ও’রিয়ার এই আইকনিক ছবি তোলার ঘটনা বর্ণনা করেছেন।
ভিডিওতে ও’রিয়ার বর্ণনা করেছেন, কীভাবে একটি ভালো ছবি পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। আদতে সাদামাটা সেই ছবিটিই যে আইকনিক হয়ে উঠবে তা বুঝতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের নাপা ভ্যালির এক রৌদ্রোজ্জ্বল নৈসর্গিক দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন তিনি। সম্ভবত উইন্ডোজ এক্সপির কল্যাণে তার সেই ছবিটিই পিসি স্ক্রিনে সবচেয়ে বেশি দেখা ছবি হয়ে ওঠে।
ছবি তোলার দৃশ্য বর্ণনায় ও’রিয়ার বলেন, যখন ছবিটি তোলা হয় তখন তাঁর জীবনে প্রেম এসেছিল। নিজেই গাড়ি হাঁকিয়ে দেখা করতে যেতেন নতুন বান্ধবীর সঙ্গে। সঙ্গে থাকত ক্যামেরাও। চারপাশে ঝলমলে রোদ আর নিসর্গের দিকে তাকিয়ে প্রতিদিনই খোঁজ করতেন ভালো ছবি তোলার পরিবেশের। রাস্তায় গাড়ি ছোটার সময় তার চোখ থাকত রাস্তার দু পাশে। ছবি তোলার দিনটি ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। চারপাশে আঙুর বাগান। রাস্তা ছেড়ে সামান্য উঁচু টিলা। সেখানে বেড়ে উঠছে সারি সারি আঙুরের চারা। জানুয়ারি মাস, সবুজ ঘাসে ছেয়ে গেছে নাপা ভ্যালি। আলো এসে পড়েছে তার উপর। গাড়ি থামালেন ও’রিয়ার। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলেন। তারপর ক্যামেরা ধরে তুলে ফেললেন চারটি ছবি। সে ছবিগুলো থেকে পরে একটিই বেছে নেন মাইক্রোসফটের কর্তাব্যক্তিরা।
ও’রিয়ার বলেন, অনেক আলোকচিত্রীই প্রকৃতির ছবি তোলেন এবং অনেকেই ক্যালিফোর্নিয়ার ওই এলাকাটির ছবি তুলেছেন। কিন্তু ভাগ্য ভালো তাঁর। কারণ অসাধারণ ছবি হতে হলে যে আলো প্রয়োজন, তিনি তা পেয়েছিলেন সে মুহূর্তে। তিনি যখন ক্যামেরা তুলে ধরলেন তখনও আকাশে মেঘ ছিল না। কিন্তু ছবি তোলার মুহূর্তেই আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘ এসে গেল। এ ছাড়াও ছবির জন্য গুরুত্বপূর্ণ আলোও ছিল সেসময়। তিনি সম্ভবত ভাগ্যবানদের একজন যিনি সে মুহূর্তে আলোটা ধরতে পেরেছিলেন।
চার্লস ও’রিয়ার একসময় ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। তিনি যে সময় ছবিটা তুলেছিলেন সে সময় তিনি ন্যাশনাল জিওগ্রাফিকের চাকরি ছেড়ে ফ্রিল্যান্সর হিসেবে ছবি তুলতেন। নীলাকাশ আর সবুজ ঘাসের দৃশ্যটি তাঁর চোখ ঠিকই খুঁজে নিয়েছিল আর কথা বলে উঠেছিল তার ক্যামেরা। কিন্তু ছবিটি নিজস্ব ভালোলাগা থেকেই তোলা।
সারা বিশ্বে কোটি কোটিবার দেখা হয়েছে ও’রিয়ারের তোলা ছবিটি। কিন্তু যারা অনেকেই ভেবে পান না এটি আসল ছবি কিনা, ভিডিওতে ও’রিয়ার তাদের জন্য জানিয়েছেন, একবার এক প্রতিযোগিতায় এক্সপির ছবিটি কার তোলা প্রশ্ন করা হলে অনেকেই উত্তর দিয়েছিলেন যে ছবিটি ফটোশপ করে সম্পাদনা করা। পরে তিনি সবার ভুল ভাঙিয়ে বলেন, খুব সাধারণ একটি ছবি। অসাধারণ হওয়া ওঠায় ছবিটির পার্থক্য ধরতে অনেকেই চমকে ওঠেন।
ও’রিয়ার তার ছবি তোলার এ ঘটনা বিষয়ে বলেছেন, ‘জানুয়ারি মাস তখন, হঠাত্ খেয়াল করলাম ঘাসগুলো সবুজ আর তর সইল না। গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়লাম আর ঝটপট কয়েকটি ছবি তুলেই দিলাম ছুট। ছবিগুলো আমি ঝটপট তুলেছিলাম খেয়ালবশত; কিন্তু গার্লফ্রেন্ডের কাছে দ্রুত পৌঁছাবার তাড়ায় কি ছবি তুলেছিলাম সেদিকে আর খেয়াল ছিল না। আমার প্রেমিকার নাম ডাফনি লারকিন। এ ছবি তোলার কিছুদিন পরেই ডাফনিকে জীবনসঙ্গী করি আমি।’
ছবি তোলার পর মাইক্রোসফটের কাছে ছবিগুলো পাঠিয়েছিলেন। কিন্তু তা নিয়ে প্রায় ভুলেই গিয়েছিলেন। ও’রিয়ার বলেন, একদিন তার এজেন্ট ফোন করে তাকে জানাল যে, মাইক্রোসফট তার আসল ছবিটি চেয়ে বসেছে। তারপরই তিনি বুঝতে পারলেন অনেকটা যেন লটারি জিতে গেছেন তিনি।
ও’রিয়ার জানিয়েছেন, ‘আমি যখন ছবিটি তুলেছিলাম তখন এ ছবিটিই যে আমার ভবিষ্যত্ পাল্টে দিতে পারে এমন কোনো ধারণাই ছিল না। এটিই সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিচিত ছবি। এটা যদি বাংলাদেশের কোনো এক গ্রামে নিয়ে গিয়ে দেখানো হয় তবে সেও যেমন চিনতে পারবে তেমনি চীনের ব্যস্ত রাস্তায় যদি কাউকে ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় তবে সেও ছবিটির বিষয়ে বলতে পারবে। এখনকার তরুণরাও একদিন এক্সপির গল্প করবে আর বলবে বিশ্বের সবচেয়ে বেশি দেখা ছবিটির কথা। কারণ, তাদের এই ছবিটি দেখলেই মনে হবে কোথায় যেন দেখেছি, খুব পরিচিত এক ছবি।’
[ Read More ]

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন (২০১৩ - ২০১৪) সমাধান


উত্তর ভুল মনে হলে  নিচে মন্তব্য করুন


General English

(Answer each question by choosing the best option)

Answer questions 1-5 based on the following passage.

Academically, Asian students are outperforming their American counterparts on all levels. However, as adults, we are finding ourselves falling short in the area of creativity and the ability to influence others, and the successful people are those who can know to influence others. This is an area that is emphasized in a Western upbringing. In the West, children are taught to question authority by asking why, something which is not encouraged in Asian culture. At the same time, I think the Western emphasis on creativity may have gone too far. On the other hand, in Asia, there is too much emphasis on memorization and drilling. I find that my Asia students in law school have trouble coming up with creative ideas. Ideally, we should take the best from both worlds.

1. The aim of the writer is to persuade the reader that

A. the most effective upbringing is the Asian way.

B. the Western way of upbringing is superior to the Asian ways.

C. Western children are brighter than Asian children.

D. both ways of upbringing have advantages and disadvantages.

Answer: D. both ways of upbringing have advantages and disadvantages.

2. To explain the relationship between upbringing and student performance the writer has

A. provided a dictionary meaning of upbringing.

B. given statistics of student performance.

C. compared and contrasted students of two different cultures.

D. used logic to reach a conclusion

Answer: C. compared and contrasted students of two different cultures.

3. The word ‘outperform’ means ________.

A. to surpass

B. to produce

C. to achieve

D. to fall short

Answer: A. to surpass

4. Which is a criticism of Western upbringing made by the writer?

A. There is not enough respect for authority.

B. There is not enough memorization.

C. There is too much stress on creativity.

D. There is a shortfall of discipline.

Answer: C. There is too much stress on creativity.

5. The phrase ‘on the other hand’ is used to signal that the writer will

A. present the opposite point of view.

B. conclude the text.

C. give an example.

D. elaborate the previous point

Answer: A. present the opposite point of view.

6. The woman was _________ someone might recognize her.

A. afraid so

B. afraid about

C. afraid that

D. afraid with

Answer: C. afraid that

7. _________ respect your point of view, I cannot agree.

A. Much as I

B. As much I

C. I also

D. so much as I

Answer: A. Much as I

8. Choose the mis-matched pair.

A. immune, protected

B. nervous, disturbed

C. neurotic, stable

D. net, mesh

Answer: C. neurotic, stable

9. She went _______ the big gate _________ the prison _______ the road.

A. through, of, into

B. into, by, to

C. across, inside, over

D. by, to, on

Answer: A. through, of, into

10. From “I Wandered Lonely As a Cloud” we can infer that the poet saw

A. ten thousand daffodils.

B. a large number of daffodils.

C. the milky way and daffodils.

D. a host of yellow daffodils.

Answer: A. ten thousand daffodils.

11. An “apple of discord” means

A. a beautiful object

B. an object of dispute

C. a favorite thing

D. a delicious fruit

Answer: B. an object of dispute

12.The noun of  ‘predict’ is

A. predictable

B. predicting

C. prediction

D. predicted

Answer: C. prediction

13. Iron __________ for weapons and tools in the Bronze Age.

A. is generally used

B. used

C. generally used

D. was generally used

Answer: D. was generally used

14. A snake can eat and digest animals much larger than ________.

A. it

B. itself

C. its

D. it has

Answer: B. itself

15. Of the two boys, Latif is ________ intelligent.

A. most

B. more

C. as

D. far

Answer: B. more

16. They have tried but failed, ________?

A. haven’t they

B. aren’t they

C. don’t they

D. didn’t they

Answer: A. haven’t they

17. __________ of his obstinacy, we could not reach any conclusion.

A. Full

B. Much

C. Great deal

D. Because

Answer: D. Because

18. My broken ankle is _________ me.

A. paining

B. aching

C. hurting

D. wounding

Answer: C. hurting

19. You may ____________ culture shock by getting _________ to the new way of life.

A. overcome, accustomed

B. feel, used

C. get, expose

D. need, familiar

Answer: A. overcome, accustomed

20. Choose the correct spelling.

A. Inacessibility

B. Inaccissibility

C. Inaccessebility

D. Inaccessibility

Answer: D. Inaccessibility

21. The word ‘ingenious’ means _________

A. deceptive

B. skillful

C. simple

D. complicated

Answer: B. skillful

22. The synonym of ‘commemorate’ is ___________.

A. overlook

B. memorize

C. observe

D. assert

Answer: C. observe

23. The antonym of ‘assail’ is ___________.

A. attack

B. befriend

C. prevail

D. fly

Answer: A. attack

24. Choose the appropriate translation of আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না।

A. Was I you I would not take the risk.

B. If I were you I could not have taken the risk.

C. If I was you, I would not take the risk.

D. If I were in your shoes, I would not have taken the risk.

Answer: D. If I were in your shoes, I would not have taken the risk.

25. In “Jerry” the writer says that when she gave Jerry some candy and apples he

A. thanked her.

B. smiled in gratitude.

C. just looked at her.

D. did some extra work.

Answer: C. just looked at her.

বাংলা

১.কর্মধারয় সমাস কোনটি?

ক. দেশত্যাগ

খ. হতশ্রী

গ. অনুদান

ঘ. ভদ্রমহিলা

উত্তর : ঘ. ভদ্রমহিলা

২. কোন শব্দটি দেশী?

ক. মরিচ

খ. আচার

গ. ঝোল

ঘ. হালুয়া

উত্তর : গ. ঝোল

ব্যাখ্যা: প্রকৃতপক্ষে, ঝোল দেশী নয়, তদ্ভব শব্দ, যাকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। মরিচ ও আচার তৎসম শব্দ; হালুয়া বিদেশি (আরবি) শব্দ

৩. রূপক কবিতায় বাইরের অর্থ হচ্ছে

ক. ভাবার্থ

খ. বাচ্যার্থ

গ. নিহিতার্থ

ঘ. তাৎপর্য

উত্তর : ক. ভাবার্থ

৪. বিসর্গের ধ্বনি কখন শোনা যায়?

ক. সংযোজক অব্যয়ে

খ. বিয়োজক অব্যয়ে

গ. বিস্ময়সূচক অব্যয়ে

ঘ. পদের মধ্যে বিসর্গ থাকলে

উত্তর : গ. বিস্ময়সূচক অব্যয়ে

৫. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?

ক. বরনের আগে বসন্ত এসেছে বলে

খ. শীত কবির প্রিয় বলে

গ. বন্দনাগীতি রচিত হয়নি বলে

ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে

উত্তর : ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে

৬. Corrigendum- এর বাংলা পরিভাষা

ক. শুদ্ধিপত্র

খ. অনুরোধপত্র

গ. পুনবিজ্ঞাপন

ঘ. পুনর্বিন্যাস

উত্তর : ক. শুদ্ধিপত্র

৭.‘জাগরূক’ শব্দটি ধাতু ও প্রত্যয়যোগে সৃষ্ট হয়েছে এভাবে

ক. জাগ + রূপ

খ.জাগৃ + ঊক

গ. জাগ্র + ঊক

ঘ. জাগর + উক

উত্তর : খ.জাগৃ + ঊক

৮.‘অর্ধাঙ্গী’ অনুসারে স্বামী যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব মাপেন, স্ত্রী তখন

ক. চাল মাপেন

খ. বালিশের ওয়াড় মাপেন

গ. শিশুর উচ্চতা মাপেন

ঘ. রন্ধনশালায় থাকেন

উত্তর : খ. বালিশের ওয়াড় মাপেন

৯. কোনটি ভিন্নধর্মী?

ক. উদ্ভাস

খ. প্রদ্যোত

গ. ময়ূখ

ঘ. শর্বর

উত্তর : ঘ. শর্বর

ব্যাখ্যা: উদ্ভাস = বিকাশ/ শোভা, প্রদ্যোত = দীপ্তি, আভা, ময়ূখ = কিরণ, আলো, শর্বর = অন্ধকার, রাত/ কামদেব/ বধূ/ নারী

১০.‘চমকে উঠে উভয়েই তাকালাম ওর দিকে।’- বাক্যটির রচয়িতা

ক. আবু জাফর শামসুদ্দিন

খ. জহির রায়হান

গ. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

ঘ. হুমায়ূন আহমেদ

উত্তর : খ. জহির রায়হান

১১. নিচের কোন যুক্তবর্ণে চারটি বর্ণের সংযোগ ঘটেছে?

ক. ত্ত্যু

খ. ভ্রূ

গ. ঙ্ক্ষ্য

ঘ. ঞ্জু

উত্তর : ক. ত্ত্যু এবং গ. ঙ্ক্ষ্য

ব্যাখ্যা: ত্ত্যু = ত+ত+উ+য; ঙ্ক্ষ্য = ঙ+ক+ষ+য

আর ভ্রূ = ভ+র+ঊ, ঞ্জু = ঙ+জ+উ

১২. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়?

ক. গ্রাম

খ. মহল

গ. দাম

ঘ. ক্ষেত্র

উত্তর : ক. গ্রাম

১৩.‘কবর’ কবিতায় বৃদ্ধ তার কোন আত্মীয় কে সোনালী ঊষার সোনা মুখের সাথে তুলনা করেছেন?

ক. স্ত্রীকে

খ. পুত্রবধূকে

গ. কন্যাকে

ঘ. নাতনীকে

উত্তর : ক. স্ত্রীকে

১৪.‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ

ক. কুশলী

খ. নোংরা

গ. পেশাদার

ঘ. দুর্জন

উত্তর : গ. পেশাদার

১৫.You should accept this job to cut your teeth on. –এ বাক্যের বঙ্গানুবাদ কোনটি?

ক. খেয়ে-পরে বাঁচার জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

খ. অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

গ. সম্মান বাঁচানোর জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

ঘ. উন্নতির জন্য তোমার চাকরিটি নেয়া উচিত

উত্তর :

১৬.‘উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেছোয়াক করা দাঁত ঝকঝক করে।‘- এ কথা কার দাঁত সম্পর্কে বলা হয়েছে?

ক. মোদাব্বেরের

খ. এনায়েতের

গ. ইউনুসের

ঘ. মতিনের

উত্তর : ক. মোদাব্বেরের

১৭.‘সে না এলে তুমি যাবে না, সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে।‘- কোন ধরণের বাক্য?

ক. মিশ্র বাক্য

খ. সরল বাক্য

গ. জটিল বাক্য

ঘ. যৌগিক বাক্য

উত্তর : ঘ. যৌগিক বাক্য

১৮.‘কাজটা ভালো দেখায় না।‘– কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মকতৃবাচ্য

খ. কতৃবাচ্য

গ. কর্মবাচ্য

ঘ. ভাববাচ্য

উত্তর : ঘ. ভাববাচ্য

১৯.‘সমাগত সুধী জনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হল।’- বাক্যটিতে উপসর্গের সংখ্যা

ক. চার

খ. পাঁচ

গ. ছয়

ঘ. সাত

উত্তর : খ. পাঁচ

ব্যাখ্যা: সমাগত = সম+আ+গত, সাদর = স+আদর, সম্ভাষণ = সম+ভাষণ, অভিনন্দন = অভি+নন্দন

২০.‘সাহিত্যেখেলা’ প্রবন্ধে প্রমথ চৌধুরী কোন কথাটি বলেননি?

ক. শিক্ষকের হাতে শিক্ষার জন্ম

খ. কাব্যরস লোকে সানন্দে পান করে

গ. শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো

ঘ. কবির মনের পরিপূর্ণতা থেকে সাহিত্যের উৎপত্তি

উত্তর : গ. শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে জাগানো

২১. আঠার বছর বয়স বাঁচে

ক. বিপদের মুখে

খ. দুর্যোগ আর ঝড়ে

গ. শপথের কোলাহলে

ঘ. লক্ষ দীর্ঘশ্বাসে

উত্তর : খ. দুর্যোগ আর ঝড়ে

২২.‘চোগা’ শব্দটি কোন উৎস থেকে আগত?

ক. তুর্কি

খ. ফারসি

গ. আরবি

ঘ. হিন্দি

উত্তর : ক. তুর্কি, খ. ফারসি

ব্যাখ্যা: চোগা- শব্দের উৎস হিসেবে বাংলা একাডেমী বানান অভিধানে ফারসি চোগা ও তুর্কি চুখা-- উভয় শব্দেরই উল্লেখ আছে

২৩.‘পামপট্টি’দেওয়া– বাগ্বিধিটি বোঝায়

ক. আশ্বাস দেওয়া

খ. খুশি করা

গ. চাটুকারিতা করা

ঘ. ফুঁ দেওয়া

উত্তর : গ. চাটুকারিতা করা

২৪.অতিরিক্ত কথা বলার ভাবজ্ঞাপক দ্বিরুক্তি

ক. চড়চড়

খ. গড়গড়

গ. ফড়ফড়

ঘ. হড়হড়

উত্তর : খ. গড়গড়

২৫. দুটি পরস্পরবিরূদ্ধ ও কলহপ্রিয়া পক্ষের মধ্যস্থ করিতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ো। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত?

ক. চার

খ. পাঁচ

গ. ছয়

ঘ. সাত

উত্তর : গ. ছয়

সঠিক বাক্য: দুটি পরস্পর বিরোধী ও কলহপ্রিয় পক্ষের মধ্যস্থতা করতে গেলে নিরপেক্ষ হওয়া শ্রেয়ঃ।

 সাধারণ জ্ঞান (General Knowledge)

১. প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায়?

ক. বাগেরহাটে

খ. খুলনায়

গ. সাতক্ষীরায়

ঘ. পটুয়াখালিতে

উত্তর : ক. বাগেরহাটে

২. বাংলাদেশের আসন্ন নির্বাচন কততম?

ক. ৭ম

খ. ৮ম

গ. ৯ম

ঘ. ১০ম

উত্তর :  ঘ. ১০ম

৩. বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক?

ক. ব্রাজিল

খ. বলিভিয়া

গ. আর্জেন্টিনা

ঘ. পেরু

উত্তর : গ. আর্জেন্টিনা

৪. ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল?

ক. ১৪৫ বছর

খ. ১৫০ বছর

গ. ১৫৫ বছর

ঘ. ১৬২ বছর

উত্তর : ঘ. ১৬২ বছর

৫. বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হচ্ছে

ক. চীনে

খ. জাপানে

গ. ভারতে

ঘ. যুক্তরাষ্ট্রে

উত্তর :  গ. ভারতে

৬. উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা

ক. ১২ নটিক্যাল মাইল

খ. ২০০ নটিক্যাল মাইল

গ. ২২০ নটিক্যাল মাইল

ঘ. ১২০ নটিক্যাল মাইল

উত্তর : খ. ২০০ নটিক্যাল মাইল

৭. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত – এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?

ক. মিশরীয় সভ্যতা

খ. রোমান সভ্যতা

গ. সিন্ধু সভ্যতা

ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা

উত্তর :  ঘ. মোসোপটেমিয়ান সভ্যতা

৮. ২০১৩ সালকে জাতিসংঘ ঘোষণা করেছে

ক. ক্ষুদ্র ঋণ বর্ষ

খ. পানি সহযোগিতা বর্ষ

গ. বন বর্ষ

ঘ. ভাষা বর্ষ

উত্তর : খ. পানি সহযোগিতা বর্ষ

৯. ‘রয়টার্স’যে দেশের সংবাদসংস্থা

ক. ফ্রান্স

খ. পোল্যান্ড

গ. ব্রিটেন

ঘ. জার্মানি

উত্তর :  গ. ব্রিটেন

১০. ‘এ্যাপেক’ কী?

ক. এ্যালাইড পিস-কিপিং কাউন্সিল

খ. এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন

গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন

ঘ. কোনোটিই নয়

উত্তর : গ. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন

১১. ‘সংস্কৃতি’ পত্রিকাটির সম্পাদক

ক. আবুল মনসুর আহমদ

খ. বদরুদ্দীন উমর

গ. সিরাজুল ইসলাম চৌধুরী

ঘ. আনিসুজ্জামান

উত্তর :

১২. ‘মহাসেন’ শব্দের সাথে সম্পর্কিত

ক. সাইক্লোন

খ. টর্নেডো

গ. ভূমিকম্প

ঘ. বন্যা

উত্তর : ক. সাইক্লোন

১৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়

ক. ১২০০ ইউএস ডলার

খ. ১০০০ ইউএস ডলার

গ. ১০৪৪ ইউএস ডলার

ঘ. ৯০০ ইউএস ডলার

উত্তর : গ. ১০৪৪ ইউএস ডলার

১৪. ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট’ বইয়ের লেখক

ক. নেলসন মান্ডেলা

খ. লি কুয়ান ইউ

গ. আ. লুইস

ঘ. নাগিব মাহফুজ

উত্তর : খ. লি কুয়ান ইউ

১৫. মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন ?

ক. ওয়াশিংটন

খ. দি হেগ

গ. লন্ডন

ঘ. নিউ ইয়র্ক

উত্তর : খ. দি হেগ

১৬. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম

ক. তেল গ্যাস রক্ষা কমিটি

খ. বিইএমএফ

গ. গ্রামীণ ব্যাংক

ঘ. হৃদয়ে বাংলাদেশ

উত্তর : খ. বিইএমএফ

১৭. পাটালিপুত্র রাজধানী ছিল

ক. গুপ্তদের

খ. সেনদের

গ. পালদের

ঘ. মৌর্যদের

উত্তর : ঘ. মৌর্যদের

১৮. ডেভিড ফ্রস্ট ছিলেন

ক. মুক্তিযোদ্ধা

খ. চিকিৎসক

গ. রাজনীতিবিদ

ঘ. সাংবাদিক

উত্তর :      ঘ. সাংবাদিক

১৯. পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অণুসরণ করে শেখা, বিভিন্ন স্থান ভ্রমন করে শেখা হচ্ছে শিক্ষার

ক. আনুষ্ঠানিক পদ্ধতি

খ. উপানুষ্ঠানিক পদ্ধতি

গ. অনানুষ্ঠানিক পদ্ধতি

ঘ. এ. বি. ও সি. –এ উল্লিখিত সবকটি পদ্ধতি

উত্তর : গ. অনানুষ্ঠানিক পদ্ধতি

২০. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ ?

ক. একটি

খ. দুইটি

গ. তিনটি

ঘ. চারটি

উত্তর : খ. দুইটি

২১. সামাজিক পরিবর্তনের উপাদান নয়

ক. শিল্পায়ন

খ. বাসস্থান

গ. নগরায়ন

ঘ. শিক্ষা

উত্তর :       খ. বাসস্থান

২২. তমদ্দুন মজলিশ ছিল একটি

ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

খ. সামাজিক প্রতিষ্ঠান

গ. রাজনৈতিক প্রতিষ্ঠান

ঘ. দাতব্য প্রতিষ্ঠান

উত্তর :    ক. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

২৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন

ক. প্রধান মন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. প্রতিরক্ষা মন্ত্রী

ঘ. সেনা প্রধান

উত্তর : খ. রাষ্ট্রপতি

২৪. আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়

ক. বই

খ. সাময়িকী

গ. সফটওয়্যার

ঘ. হার্ডওয়্যার

উত্তর :   ক. বই

২৫. আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে

ক. ২৭ জুন ২০১৩

খ. ২৯ জুন ২০১৩

গ. ৩০ জুন ২০১৩

ঘ. ১ জুলাই ২০১৩

উত্তর : ক. ২৭ জুন ২০১৩

২৬. সেমীয় ভাষা কোনটি ?

ক. আরবি

খ. উর্দু

গ. ফরাসি

ঘ. ফারসি

উত্তর :   ক. আরবি

২৭. মেঘদূত- এর অনুবাদক

ক. প্রমথ চৌধুরী

খ. বিষ্ণু দে

গ. বুদ্ধদেব বসু

ঘ. সমর সেন

উত্তর :   গ. বুদ্ধদেব বসু

২৮. সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ?

ক. বজ্রযোগিনীতে

খ. সোনারগাঁওয়ে

গ. টেকনাফে

ঘ. কালিয়াকৈরে

উত্তর : ক. বজ্রযোগিনীতে

২৯. ফেসবুকের প্রতিষ্ঠাতা

ক. বিল গেটস

খ. টিম বার্নার্স লিঃ

গ. মার্ক জকারবার্গ

ঘ. অ্যান্ডিগ্রোভ

উত্তর : গ. মার্ক জকারবার্গ

৩০. রানা প্লাজা এ বছর কত তারিখে ধসে পড়ে ?

ক. ২৩ এপ্রিল

খ. ২৪ এপ্রিল

গ. ২৫ এপ্রিল

ঘ. ২৬ এপ্রিল

উত্তর : খ. ২৪ এপ্রিল

৩১. ফেলানি হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে ভারতের

ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট

খ. আর্মি ট্রাইবুনাল কোর্ট

গ. কলকাতা জজ কোর্ট

ঘ. কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট

উত্তর :   ক. জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট

৩২. বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ?

ক.  . দেবপ্রিয় ভট্টাচার্য

খ. স্যার ফজলে হাসান আবেদ

গ. ড. মাকসুদুল আলম

ঘ. ড. মুহাম্মদ ইউনুস

উত্তর :   ঘ. ড. মুহাম্মদ ইউনুস

৩৩. সারিন কি ?

ক. সিরীয় বিদ্রোহী দল

খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র

গ. এক ধরনের ফ্লু

ঘ. ভাইরাস

উত্তর :  খ. এক প্রকার রাসায়নিক অস্ত্র

 

৩৪. বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন

       ক. ডিসিসিআই

       খ. এফবিসিসিআই

       গ. ডিএসই

       ঘ. বিজিএমইএ

উত্তর :  খ. এফবিসিসিআই

 

৩৫. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় ?

       ক. অবৈধ অর্থ লেনদেন আইন

       খ. মানি লন্ডারিং প্রিভেনশন আইন

       গ. অর্থ ব্যবহার ও লেনদেন আইন

       ঘ. মানি লন্ডারিং আইন

উত্তর : ঘ. মানি লন্ডারিং আইন

 

৩৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে ?

       ক. সিলেট

       খ. খুলনা

       গ. কুষ্টিয়া

       ঘ. চাঁপাই নবাবগঞ্জ

উত্তর :       ঘ. চাঁপাই নবাবগঞ্জ

 

৩৭. বাংলাদেশের থ্রি-জি প্রযুক্তি চালু হয়

       ক. ১৪ অক্টোবর ২০১৩

       খ. ১৬ অক্টোবর ২০১২

       গ. ১০ সেপ্টেম্বর ২০১৩

       ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৩

উত্তর :   খ. ১৬ অক্টোবর ২০১২

৩৮. একমাত্র বাংলাদেশী টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন

       ক. আশরাফুল ইসলাম

       খ. তামিম ইকবাল

       গ. মুশফিকুর রহিম

       ঘ. অলোক কাপালি

উত্তর : গ. মুশফিকুর রহিম

 

৩৯. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?

       ক. বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন

       খ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড

       গ. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড

       ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন

উত্তর : ঘ. বাংলাদেশ নির্বাচন কমিশন

 

৪০. ওমানের মুদ্রার নাম ?

       ক. ডলার

       খ. দিরহাম

       গ. রিয়াল

       ঘ. দিনার

উত্তর :     গ. রিয়াল

 

৪১. অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমাষ্টিক দুই ভাগে ভাগ করেছেন   

       ক. রাগনার ফ্রিশ

       খ. অ্যাডাম স্মিথ

       গ. জন ডালটন

       ঘ. জন মেনার্ড কিন্স

উত্তর : ক. রাগনার ফ্রিশ

৪২. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়

       ক. ২২ এপ্রিল ১৯৬৮

       খ. ২২ জানুয়ারি ১৯৭০

       গ. ২২ মার্চ ১৯৬৭

       ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

উত্তর : ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

৪৩. ২০১৩ সনে কোন প্রতিষ্ঠান ইউনেস্কো সাক্ষরতা পুরষ্কার পেল ?

       ক. ঢাকা আহসিানিয়া মিশন

       খ. ঢাকা শিক্ষা বোর্ড

       গ. ব্রাক

       ঘ. শিক্ষা মন্ত্রণালয়

উত্তর :       ক. ঢাকা আহসিানিয়া মিশন

 

৪৪. ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়

       ক. বাংলাদেশের উত্তরাঞ্চলে

       খ. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে

       গ. ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে

       ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

উত্তর : ঘ. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

 

৪৫. ‘ego’ যে-জনশাখার সঙ্গে সম্পর্কযুক্ত

       ক. দর্শন

       খ. মনোবিজ্ঞান

       গ. সমাজবিজ্ঞান

       ঘ. নৃবিজ্ঞান

উত্তর : খ. মনোবিজ্ঞান

 

৪৬. ‘থিসরাস’ হল এক রকম

       ক. বিশ্বকোষ

       খ. গবেষণামূলক গ্রন্থ

       গ. ব্যাকরণ

       ঘ. অভিধান

উত্তর : ক. বিশ্বকোষ

 

৪৭. রোবসপীয়র

       ক. আমেরিকান লেখক

       খ. স্পেনের গোরিলা যোদ্ধা

       গ. চলচ্চিত্র অভিনেতা

       ঘ. ফরাসি বিপ্লবের নেতা

উত্তর : ঘ. ফরাসি বিপ্লবের নেতা

 

৪৮. ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ – মান্না দের গাওয়া এই গানটির কফি হাউজটি কোথায় ?

       ক. কলকাতায়

       খ. মুম্বাইয়ে

       গ. ঢাকায়

       ঘ. বাঙ্গালোরে

উত্তর :  ক. কলকাতায়

৪৯. ২০১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অ্যালিস মানরুর দেশ

       ক. যুক্তরাজ্য

       খ. যুক্তরাষ্ট্র

       গ. কানাডা

       ঘ. অস্ট্রেলিয়া

উত্তর : গ. কানাডা

 

৫০. বাংলা একাডেমীর মূল মিলনায়নতনটি কার নামে ?

       ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

       খ. শামসুর রাহমান

       গ. ভাষা-শহীদ বরকত

       ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ

উত্তর :   ঘ. আবদুল করিম সাহিত্য বিশারদ

 

[ Read More ]