বাজারে আসছে শিশুদের জন্য ২০ ইঞ্চি ও ২৪ ইঞ্চি পর্দার ‘দ্য বিগ ট্যাব’ নামের ট্যাবলেট। চলতি বছরের শেষদিকে বাজারে আসবে ট্যাবলেটগুলো।
চেকারস, ব্ল্যাকগ্যামন, দাবার মতো ‘কিডস ফ্রেন্ডলি’ গেইমগুলো থাকবে প্রি-ইনস্টলড।। গেইম রুমে আরো থাকবে এয়ার হকি এবং অন্যান্য বোর্ড গেইম। আর শো টাইম ফিচারে আছে ডিজনি, কার্টুন নেটওয়ার্ক আর কুকি জার এন্টারটেইনমেন্টের বিভিন্ন প্রি-সিলেক্টেড অ্যাপ আর গেইম খেলার সুযোগ। ‘স্টোরি টাইমে’ থাকবে বাচ্চাদের জন্য ৩৫টি ইন্টর্যাকটিভ ই-বুক। আর আঁকাআকি করার জন্য আছে ‘বিগ ক্যানভাস’।
তবে ট্যাবলেটগুলো যে শুধু বাচ্চাদের জন্য তা মোটেই নয়। শিশুদের ইউজার ইন্টারফেইসটি লক করে রেখে ‘বিগ ট্যাব’ পুরোবস্তুর অ্যান্ড্রয়েড ট্যাবের মতো ব্যবহার করতে পারবেন অভিভাবকরা।
২০ ইঞ্চির ট্যাবলেটগুলোর দাম পড়বে ৪৪৯ ডলার আর ২৪ ইঞ্চির ট্যাবলেটগুলোর দাম পড়বে ৫৪৯ ডলার।