বাজারে আসছে শিশুদের জন্য ২০ ইঞ্চি ও ২৪ ইঞ্চি পর্দার ‘দ্য বিগ ট্যাব’ নামের ট্যাবলেট। চলতি বছরের শেষদিকে বাজারে আসবে ট্যাবলেটগুলো। ২০ ইঞ্চির ডিসপ্লের ট্যাবলটটিতে থাকবে ১৬০০ বাই ৯০০ পিক্সেলের স্ক্রিন, আর ২৪ ইঞ্চি ডিসপ্লেতে থাকবে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের ট্রু এইচডি স্ক্রিন। এ ছাড়াও থাকছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, এনভিডিয়া টেগ্রা ৪ প্রসেসর। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ট্যাবগুলোর ব্লু মরফো অপারেটিং সিস্টেম। চেকারস,